For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্ভারে ত্রুটির জেরে বিপত্তি! বিমানবন্দরে বিপাকে বহু যাত্রী

সার্ভারে ত্রুটির জেরে কলকাতা বিমানবন্দরে বিপাকে বহু যাত্রী। থমকে যায় কাজকর্ম। প্রায় ২৫টি বিমান দেরিতে ছাড়ে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সার্ভারে ত্রুটির জেরে কলকাতা বিমানবন্দরে বিপাকে বহু যাত্রী। থমকে যায় কাজকর্ম। প্রায় ২৫টি বিমান দেরিতে ছাড়ে বলে জানা গিয়েছে। সার্ভার বসে যাওয়ার কারণে বোর্ডিং পাস ইস্যু করা বন্ধ হয়ে যায়। পরে ম্যানুয়ালি বোর্ডিং পাস ইস্যু করা হয়। এর ফলে প্রতিটি বিমান প্রায় ৩০ মিনিট করে দেরিতে ছাড়ে বলে জানা গিয়েছে।

সার্ভারে ত্রুটির জেরে বিপত্তি! বিমানবন্দরে বিপাকে বহু যাত্রী

কলকাতায় সুভাষচন্দ্র বসু আর্ন্তর্জাতিক বিমানবন্দরে সিকিউরিটি অপারেশন কন্ট্রোল সার্ভার সিস্টেমের সার্ভার বসে যায় বিকেল ৫.১৫ নাগাদ। বিমানবন্দরের ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে পড়ে। অচল হয়ে পড়ে বিমানবন্দরের লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর থেকেই বিপত্তির শুরু। থমকে যায় বিমানবন্দরের কাজকর্ম। ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম এমন কী ক্যামেরাগুলিও কাজ বন্ধ করে দেয়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

হাজারো হাজারো যাত্রীকে বিমানবন্দরের মধ্যে অপেক্ষা করতে দেখা যায়। রাত সাড়ে দশটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিকেল সাড়ে পাঁচটা তেকে রাত নটার মধ্যে চলাচলকারী প্রায় ২৫ টি বিমান ২০ থেকে ২৫ মিনিট দেরি ছাড়ে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার এক মুখপত্র জানিয়েছেন, এই ত্রুটির জেরে তাদের প্রায় ১৫৫ টি বিমান চলাচলে প্রভাব পড়ে।

English summary
25 flights delayed about 30 min each at Kolkata airport due to severe malfunction in server
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X