For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও ক্ষমতাশালী চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, সাফল্য ও জয়ের বার্তা দিয়ে সমাপ্তি কমিউনিস্ট পার্টির অধিবেশন

লড়াই ও সাফল্যের কথা বলে চিনের কমিউনিস্ট পার্টির অধিবেশনের সমাপ্তি ঘোষণা জিনপিংয়ের

Google Oneindia Bengali News

চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস অধিবেশন সোমবার শেষ হল। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে সংবিধানের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অধিবেশনে। তিনি তৃতীয়বাবের জন্য চিনের প্রেসিডেন্ট হলেন। পাশাপাশি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো নয় কমিউনিস্ট পার্টির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও শক্তিশালী চিনা প্রেসিডেন্ট

আরও শক্তিশালী চিনা প্রেসিডেন্ট

মাও সে তুংয়ের পর শক্তিশালী চিনের শাসক হিসেবে শি জিনপিং ক্রমেই নিজের ভিত শক্ত করছেন। সপ্তাহব্যাপী চলা কমিউনিস্ট পার্টি কংগ্রেস অধিবেশনে ২০৫ জন সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে প্রিমিয়ার লি কেকিয়াং বা গুয়াংডং পার্টির প্রাক্তন বস ওয়াং ইয়াংকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গিয়েছে। কমিউনিস্ট পার্টির এই নেতাদের সঙ্গে শি জিনপিংয়ের বিশেষ ভাব ছিল না বলেই জানা যায়। তবে তাঁদের কেন্দ্রীয় কমিটু থেকে বাদ দেওয়ার জন্য দল তরফে কোনও কারণ দেখানো হয়নি। সাত সদস্যের শক্তিশালী পলিটব্যুরো গঠন করা হয়েছে। তবে পলিটব্যুরোতে কারা রয়েছেন, তার তালিকা রবিবার প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

অপ্রতিরোধ্য হতেই আইনের পরিবর্তন

অপ্রতিরোধ্য হতেই আইনের পরিবর্তন

সিঙ্গাপুরের ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো চেন গ্যাং বলেছেন, চলতি কমিউনিস্ট পার্টির কংগ্রেস অধিবেশনের প্রধান লক্ষ্য ছিল শি জিনপিংয়ের অবস্থান তুলে ধরা। সংবিধান সংশোধনের মাধ্যমে শিয়ের ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পায়। মাও সে তুংয়ের পরেই তিনি চিনের সব থেকে ক্ষমতাশালী শাসক হিসেবে পরিচিত হবেন অদূর ভবিষ্যতে। এর আগে ২০১৮ সালে তিনি চিনের সংবিধান থেকে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না হতে পারার আইনটি বাতিল করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, যতদিন শি জিনপিং চাইবেন, তিনি চিনের প্রেসিডেন্ট থাকবেন।

জিনপিংয়ের বক্তব্যে তাইওয়ান প্রসঙ্গ

জিনপিংয়ের বক্তব্যে তাইওয়ান প্রসঙ্গ

রবিবার চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস অধিবেশন শুরু হয়। এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং গত ১০ বছরে কী অর্জন করেছে দেশ তার খতিয়ান তুলে ধরেন। ১০৫ মিনিটের বক্তব্যে জিনপিং বলেন, দেশের সার্বভৌমত্ব যেকোনও মূল্যে রক্ষা করা হবে বলেও মন্তব্য করেন। চিনা প্রেসিডেন্টের উদ্বোধনী বক্তব্যে তাইওয়ান প্রসঙ্গ উঠে আসে। চিনা প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান চিনের অংশ। তাইওয়ানকে চিন নানাভাবে সাহায্য করছে। তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে তাইওয়ানের ওপর শক্তি প্রয়োগের ক্ষমতা চিনের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কিত সামরিক নেতা

উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কিত সামরিক নেতা

চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস অধিবেশনে বিতর্কিত চিনা কমান্ডার কিউ ফাবাও উপস্থিত ছিলেন। অধিবেশনের শুরুতে চিনের ১০ বছরের সাফল্যের খতিয়ানের ভিডিও তুলে ধরা হয়। সেখানে গালওয়ান উপত্যকায় ভারত চিনের সংঘর্ষের ছবি স্থান পেয়েছে। সেখানে যদিও কিউ ফাবাওকে দেখতে পাওয়া গিয়েছে। কিউ ফাবাও অস্ত্র উঁচিয়ে ভারতীয় সেনাদের দিকে এগিয়ে যাচ্ছেন। ঘটনায় ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনাদের সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। অন্তত চার জন চিনা সেনা নিহত হন বলে জানা গিয়েছে।

English summary
Xi Jinping become more powefull after communist party congress end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X