For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন্তা বাড়াচ্ছে চিনা ম্যালওয়্যার ‘গোলং’, কোন ধরণের কম্পিউটারে বিপদের আশঙ্কা বেশি জেনে নিন

চিন্তা বাড়াচ্ছে চিনা ম্যালওয়্যার ‘গোলং’, কোন ধরণের কম্পিউটারে বিপদের আশঙ্কা বেশি জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

চিন-ভারত সংঘাতের আবহেই চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই বিদ্যুৎ ক্ষেত্রে সাইবার হানার আশঙ্কায় বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ দফতর গুলিকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইঙ্গিত চিন ও পাকিস্তানি হ্যাকাররা হানা চালাতে পারে বিদ্যুত দফতরের উপর। সূত্রের খবর, চাইনিজ ম্যালওয়্যার '' গোলং '' উইন্ডোজ, লিনাক্স অপারেটিং সিস্টেম যুক্ত কম্পিউটার গুলির উপরেই সর্বপ্রথম বেছে বেছে আঘাত হানতে পারে।

চিন্তা বাড়াচ্ছে চিনা ম্যালওয়্যার ‘গোলং’, কোন ধরণের কম্পিউটারে বিপদের আশঙ্কা বেশি জেনে নিন

সম্প্রতি সাইবার-সুরক্ষা গবেষকরা চিনের হ্যাকারগুলির থেকে এই ক্রিপ্টোমিনিয়ার ম্যালওয়ার গোলং এর সন্ধান পেয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকা ভিত্তিক সাইবার সিকিউরিটি ফার্ম ব্যারাকুডা নেটওয়ার্কসের তথ্য অনুসারে নতুন এই ম্যালওয়্যার বা ভাইরাসটি ২০১৪ সালে প্রথম তৈরি করা হয়েছিল। গবেষকরা এখনও পর্যন্ত এই নতুন ম্যালওয়্যারের সাথে সংযুক্ত সাতটি আইপি অ্যাড্রেস চিহ্নিত করতে পেরেছেন। যার প্রতিটাই বাইরের দেশের। এদিকে রবিবার কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ জানালেন, চিন থেকে আমদানি করা সমস্ত বিদ্যুৎ সরঞ্জাম আগে পরীক্ষা করে দেখা হবে। সেগুলিতে ম্যালওয়্যার থাকার আশঙ্কাতেই সেগুলিকে পরীক্ষা করার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

সাইবার বিশেষজ্ঞ সূত্রে খবর, সরাসরি কোনও অ্যাপের বদলে ' গোলং '' ম্যালওয়্যার ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, অ্যাপ্লিকেশন সার্ভার এবং রেডিস এবং এমএসএসকিউএল-এর মতো নন-এইচটিটিপি প্ল্যাটফর্ম গুলিতেই সহজে আক্রমণ করার উপর জোর দেয়। গোলং ম্যালওয়্যার কোনও কম্পিউটারের উপর আঘাত হানলে এটি যে প্ল্যাটফর্মটিতে আক্রমণ করছে তার ভিত্তি প্রাথমিক ভাবে তথ্য পাচারের জন্য প্রয়োজনীয় ফাইল ডাউনলোড শুরু করে দেয়। ভাল কোনও অ্যান্টিভাইরাস বা শক্তিশালী ফায়ারওয়াল না থাকলে গোলংয়ের সাধারণ ক্লিনিংয়ের মাধ্যমে গোলংয়ের মোকাবিলা করা কার্যত অসম্ভব বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

ভারত-ভুটান বড়সড় চুক্তি সেচের জল সংকটের মাঝেই! লাদাখ সংঘাতের আবহে দিল্লি সাজাচ্ছে ঘুঁটিভারত-ভুটান বড়সড় চুক্তি সেচের জল সংকটের মাঝেই! লাদাখ সংঘাতের আবহে দিল্লি সাজাচ্ছে ঘুঁটি

English summary
Chinese malware 'Golang' raises concerns, find out what kind of computer is most at risk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X