For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলার পর রুশ স্থল অভিযানের আশঙ্কা

  • By Bbc Bengali

পাতাল রেল স্টেশন
Reuters
পাতাল রেল স্টেশন

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামালা চালিয়েছে। রাজধানী কিয়েভ ছাড়াও হামলা চালানো হয়েছে উত্তরের খারকিভ, দক্ষিণের ওডেসা এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে।

কর্মকর্তারা বলছেন, মূলত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

এর ফলে বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলছেন, সারা দেশে প্রায় ন’টি বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করা হয়েছে।

এসব ক্ষেপণাস্ত্র হামলায় কতো ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। জ্বালানি মন্ত্রী বলছেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কয়েকটি দল কাজ করছে।

তবে ইউক্রেনের জাতীয় জ্বালানি কোম্পানি এক বিবৃতিতে বলেছে যে সারা দেশে তাদের যতো গ্রাহক আছে তাদের অর্ধেকেরও বেশি এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

৬০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, দেশটির বিভিন্ন শহরে ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ইউরি সাক বিবিসিকে বলেছেন, “এসব হামলা আকস্মিকভাবে ঘটেনি। এর ব্যাপারে আমরা কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে দিচ্ছিলাম। এবং এসব হামলাই শেষ নয়।”

তিনি বলেন, জরুরি বিভাগগুলো বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি “খুব কঠিন।”

তিনি বলেন রাশিয়া যখন রণক্ষেত্রে পরাজিত হচ্ছে, তখন গত দু’মাস ধরে তারা এই কৌশল নিয়েছে।

“তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে ইউক্রেন সমঝোতায় যেতে বাধ্য হয়। কিন্তু সেরকম কিছু হবে না। তাদের এই কৌশল কাজ করবে না।”

তিনি বলেন, এসব হামলা পশ্চিমাদের কাছে এই বার্তা পাঠিয়েছে যে বিভিন্ন শহর রক্ষার জন্য ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন প্রেসিডেন্ট পুতিন পুরো ইউক্রেন নিয়ন্ত্রণ করতে চান।”

খেরসনে বুধবারের হামলায় ক্ষতিগ্রস্ত প্রশাসনিক ভবন।
KHERSON OVA
খেরসনে বুধবারের হামলায় ক্ষতিগ্রস্ত প্রশাসনিক ভবন।

কোথায় কোথায় হামলা হয়েছে

কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসেই কুলেবা বলেছেন, “শত্রুরা বড় ধরনের আক্রমণ চালাচ্ছে।”

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন রাশিয়ার হামলায় ক্রিভি রিহ শহরে দুজন নিহত হয়েছে। দক্ষিণের খেরসন শহরেও একজন প্রাণ হারিয়েছেন। হামলার ফলে শহরের একটি আবাসিক এলাকায় বেশ কিছু অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়।

রাজধানী কিয়েভে বেশ কিছু বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে এসব হামলার কারণে পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো সার্ভিসও।

জানা গেছে ওডেসা শহরের পরিস্থিতিও একই রকমের।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফলে এই শহর এখন বিদ্যুতহীন।

খারকিভের মেয়র টেলিগ্রামে এক পোস্টে বলেছেন তার শহরে “বড় ধরনের ক্ষয়ক্ষতি” হয়েছে।

তবে তিনি তার বাসিন্দাদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, “আমি জানি আপনাদের বাড়িতে বিদ্যুৎ নেই, হিটিং নেই, পানির সরবরাহ নেই।”

ইউক্রেনে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে যখন তাপমাত্রা কমে যাচ্ছে তখন রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর তাদের হামলা বাড়িয়ে চলেছে।

সর্বশেষ হামলার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

তবে ইউক্রেন অভিযোগ করে আসছে যে রাশিয়া প্রচণ্ড শীতকে বেসামরিক লোকজনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ট্যাঙ্ক
EPA
ট্যাঙ্ক

রুশ স্থল অভিযানের আশঙ্কা

ইউক্রেনর কর্মকর্তারা বলছেন, আগামী বছরের শুরুতে রাশিয়া বড় ধরনের স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে তারা আশঙ্কা করছেন।

ঊর্ধ্বতন জেনারেলরা বলছেন পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে, দক্ষিণে, এমনকি রাজধানী কিয়েভ অভিমুখেও এসব অভিযান হতে পারে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসেই রেজনিকফ মনে করছেন নতুন বছরের ফেব্রুয়ারি মাসে এই অভিযান শুরু হতে পারে - যখন রুশ সেনাবাহিনীতে সংগৃহীত তিন লাখ সৈন্যের অর্ধেকের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে।

“জয়ের জন্য ক্রেমলিন নতুন রাস্তা খোঁজার চেষ্টা করছে,” ব্রিটিশ সংবাদপত্র দ্যা গার্ডিয়ানকে বলেছেন মি. রেজনিকফ।

তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, স্থলপথে রাশিয়ার সফল অভিযান পরিচালনার ক্ষমতা ক্রমশই দুর্বল হয়ে আসছে।

ব্রিটেনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এডমিরাল স্যার টনি রাডাকিন বলেছেন মস্কোর জন্য এই যুদ্ধ আরো কঠিন হয়ে পড়বে কারণে তাদের গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে।

English summary
What Russia is thinking after back to back Ukraine attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X