For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আগে ভারতকে চাপ আমেরিকার!

Google Oneindia Bengali News

আমেরিকা থেকে আরও ৫-৬ বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনুক ভারত। বাণিজ্য চুক্তি চূডান্ত করার আগে এমনই দাবি আমেরিকার। যদি নয়াদিল্লি মার্কিন বাণিজ্যের ক্ষেত্রে পাওয়া তাদের ছাড় পুনর্বহাল করতে চায় এবং আমেরিকার সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত করতে চায় তবে না কি এটাই পথ।

শুল্ক যুদ্ধ

শুল্ক যুদ্ধ

গতবছর ভারতের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি আমেরিকা ভারতকে তাদের জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স প্রোগ্রাম থেকে বাদ দেয়। যার জেরে বিনা শুল্কে ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পর্যন্ত যে রপ্তানি করতে পারত তা বন্ধ হয়ে যায়। ভারত পাল্টা আমেরিকার বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেয়।

ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প

ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প

আগামী মাসেই ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪-২৬ ফেব্রুয়ারির মধ্যে ট্রাম্পের ভারত সফর রয়েছে বলে খবর। একটি সূত্র জানিয়েছে, সেই সফরের আগেই উভয় পক্ষের আলোচকরা এমন একটি বাণিজ্য চুক্তির শর্ত মেটানোর চেষ্টা করছেন যার মাধ্যমে ভারত সরকার আমেরিকা থেকে আমদানি করা বাদাম, আপেল জাতীয় খামারের পণ্যগুলির উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেবে। উভয় সরকারই গত বছর এই বাণিজ্য চুক্তি কার্যকর করার আশা করেছিল, তবে চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।

আমেরিকার দাবি

আমেরিকার দাবি

এদিকে আলোচনার অংশ হিসাবে আমেরিকা চায় ভারত আমেরিকা থেকে পোল্ট্রি পণ্য আমদানির পরিমাণ বাড়িয়ে দিক। আমেরিকা ইতিমধ্যে পোল্ট্রি পণ্যগুলিতে উচ্চ আমদানি শুল্ক কমাতে ভারতকে চাপ দিচ্ছে। কৃষি খাত বাদে শক্তি উৎপাদন খাতেও বাণিজ্যিক বোঝাপড়া বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। গত সপ্তাহে এই বিষয়ে জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও জানান যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বোঝাপড়া বাড়াতে উদ্যোগ নেবে সরকার।

English summary
usa pushing india to buy more farm goods to seal trade deal ahead of trump visit to delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X