For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোগীর দেহ থেকে ৬০ কেজি ওজনের টিউমার কেটে বাদ দিলেন চিকিৎসক

মিসিসিপির বাসিন্দা এক ব্যক্তির দেহ থেকে প্রায় ৬০ কেজি ওজনের টিউমার কেটে বাদ দিলেন ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক। রোগীর নাম রজার লোগান (৫৭)।

  • |
Google Oneindia Bengali News

ক্যালিফোর্নিয়া, ৭ ফেব্রুয়ারি : মিসিসিপির বাসিন্দা এক ব্যক্তির দেহ থেকে প্রায় ৬০ কেজি ওজনের টিউমার কেটে বাদ দিলেন ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক। বাকী সব জায়গায় চিকিৎসকরা জানিয়েছিলেন দেহের মধ্যে থাকা টিউমারটি ফ্যাট ছাড়া আর কিছু নেই।[ভারতের এই রাজ্যে রয়েছে এমন উড়ো জাহাজ রেস্তরাঁ! যেতে পারেন আপনিও]

রোগীর নাম রজার লোগান (৫৭)। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড মেমোরিয়াল হাসপাতালে গত ৩১ জানুয়ারি রজারের টিউমারটি শল্য চিকিৎসা করে বাদ দেওয়া হয়। কিছুদিন হাসপাতালে থাকার পরে ফের তিনি মিসিসিপিতে নিজের বাড়িতে ফিরতে পারবেন।[সন্তানের জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ পুরুষ]

রোগীর দেহ থেকে ৬০ কেজি ওজনের টিউমার কেটে বাদ দিলেন চিকিৎসক

রজারের চিকিৎসক বিপুল দেব জানিয়েছেন, নিম্নাঙ্গে একেবারে ছোট অবস্থায় ধরা পড়ে টিউমারটি। পরে তা বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে যায়। প্রায় একদশক ধরে রজারের দেহে টিউমারটি বাড়ছিল।[স্মার্টফোনের জন্যও এবার এসে গেল টয়লেট পেপার!]

এর আগে যত জায়গায় রজায় চিকিৎসা করিয়েছিলেন, সমস্ত জায়গায় চিকিৎসকেরা বলেছেন এটা ফ্যাট ছাড়া আর কিছু নয়। এদিকে টিউমারটি বাড়তে বাড়তে এত বড় হয়ে গিয়েছিল যে রজার চেয়ারে বসলে টিউমারটি বাড়িতে ঠেকে যেত।['কী খান আপনি?' ঠান্ডা গলায় কিশোরের উত্তর 'মানুষ']

টিউমারটি ১৩০-১৪০ পাউন্ড (৬০ কেজির কম-বেশি) হয়ে গেলে চিকিৎসকেরা বলেন এটি অপারেশন করলে রজারের বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। তবে হাল ছাড়েননি রজারের স্ত্রী কিটি লোগান। তিনি এরপরে খোঁজ করেন চিকিৎসক বিপুল দেবের। এরপরে মিসিসিপি থেকে ২ হাজাপ মাইল পথ পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়া এসে চিকিৎসা করান রজার।[বউয়ের কামড়ে বেঘোরে প্রাণ গেল বরের]

আর এখন তাঁর টিউমার শরীর থেকে কেটে বাদ দেওয়া গিয়েছে। তিনি সুস্থ রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে স্বাভাবিক জীবন শুরু করবেন বলে আশা করছেন। অপারেশনের পরে অভিভূত রজার জানিয়েছেন, বহুদিন দুটো পা এক জায়গায় করতে পারিনি। এবার তা পারব। আমি খুব খুশি।[৯ বছর ধরে সুপার মার্কেট চালাচ্ছে এই বিড়াল !]

English summary
A California doctor removed a 130-pound tumor from a Mississippi man who had been told by other physicians that he was just fat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X