For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ বছর ধরে সুপার মার্কেট চালাচ্ছে এই বিড়াল !

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ২৪ সেপ্টেম্বর : অবিশ্বাস্য হলেও সত্যি। একটানা ৯ বছর ধরে সুপার মার্কেট চালাচ্ছে একটি বিড়াল তাও কোনও ছুটি না নিয়েই। নিউ ইয়র্কের চায়না টাউনের কাছেই একটি সুপার মার্কেট রয়েছে তার দেখভালের গুরুদায়িত্ব পালন করছে 'বোবো' নামের একটি বেড়াল। [পৃথিবীর প্রথম শহর যেখানে নাগরিকত্ব পেল বিড়াল, কুকুর]

৯ বছর আগে সুপার মার্কেটের এক কর্মী অ্যানি বিড়ালটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল। তার পর থেকেই বোবোর ঠিকানা হয়ে যায় নিউইয়র্কের এই সুপার মার্কেট। কর্মীদের পাশাপাশি ক্রেতাদেরও খুব আদরের এই বোবো। ['কোকাকোলা'য় চুমুক দিতেই সবচেয়ে ভালোবাসে এই ছাগল!]

৯ বছর ধরে সুপার মার্কেট চালাচ্ছে এই বিড়াল !

অ্যনি জানান, সুপার মার্কেটে প্রবেশ পথের সামনেই বসে থাকে বোবো। সেখানে আগত ক্রেতাদের শুভেচ্ছো জানানোর ফাঁকে কখনও কখনও জানালা দিয়ে উুঁকিও দিতে থাকে বোবো। তিনি আরও বলেন, এমনিতে বোবো খুবই শান্ত স্বভাবের। বোবো এই সুপার মার্কেটের রাজা বলা যায়। এই সুপার মার্কেটে যারা করেন তারা মাঝের মধ্যে ছুটি নিলেও বোবো কোনদিন ছুটি নেয়নি এখনও পর্যন্ত। সকাল থেকে রাত পর্যন্ত সে সুপার মার্কেটের তদারকিতেই ব্যস্ত থাকে।[নিজের পুত্রসন্তানকে বিক্রি করে দুটি ছাগল কিনলেন মা!]

৯ বছর ধরে বোবোর অনেক নতুন বন্ধুও হয়েছে। তাদের নিয়েই ব্যস্ত থাকে বোবো। ক্রেতাদের সেলফি তোলার আবদার মেটানোর পাশাপাশি সুপার মার্কেট থেকে কেউ যাতে কোন জিনিস চুরি করে নিয়ে যেতে না পারে তার দিকেও সবসময় নজর থাকে বোবোর। [সারমেয়র যমজ সন্তান, দেখতেও হুবহু এক, এর আগে এমন ঘটনা আর ঘটেনি]

ইদানিং বোবোর ভক্ত সংখ্যাও বেড়েছে অনেকটাই। তাই সুপার মার্কেটের কর্মী অ্যানি, বোবোর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও শুরু করেছেন। যেখানো বোবোর দৈনন্দিন কার্যকলাপের ছবি আপলোড করা হয়।

English summary
Cat Runs Store For 9 Years Without Taking A Day Off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X