For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন ভিসার জন্য দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান! ভারতীয়দের জন্য বিশেষ সুবিধা

মার্কিন ভিসার জন্য দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান! ভারতীয়দের জন্য বিশেষ সুবিধা

Google Oneindia Bengali News

কোভিডের জেরে মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মার্কিন ভিসার জন্য দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের মার্কিন ভিসার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ভিসার সময়সীমা বাড়ানো হয়েছে। এছাড়াও মার্কিন ভিসার রিনিউ বা নবনায়নের ক্ষেত্রে পুনরায় ইন্টারভিউতে ভারতীয়দের বসতে হবে না বলেও জানা গিয়েছে।

মার্কিন ভিসায় একাধিক সুবিধা

মার্কিন ভিসায় একাধিক সুবিধা

ভারতে মার্কিন দূতাবাসের এক শীর্ষস্থানীয় আধিকারিক বলেন, যেসব ব্যক্তি আগে মার্কিন ভিসা পেয়েছেন, তাঁদের পুনরায় ভিসার জন্য ইন্টারভিউয়ে বসতে হবে না। কিছু শর্ত সাপেক্ষে তিনি ড্রপবক্সের সুবিধা পাবেন। ড্রপবক্সের সুবিধার প্রসঙ্গে মার্কিন আধিকারিক বলেন, যে সমস্ত ব্যক্তি আগে মার্কিন ভিসা পেয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে পুনরায় মার্কিন ভিসার জন্য ইন্টারভিউয়ে বসতে হবে না। বি১ ও বি২ (পর্যটন ও ব্যবসা) ভিসার ক্ষেত্রে মেয়াদ বাড়ানো হবে বলে জানা গিয়েছে। এছাড়াও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে আমেরিকা। মার্কিন আধিকারিক জানিয়েছেন, কোনও ব্যক্তি যদি আগে পর্যটন ভিসায় আমেরিকা যান, সেক্ষেত্রে তাঁকে স্টুডেন্ট ভিসার জন্য কোনও ইন্টারভিউ দিতে হবে না। তবে যাঁদের আগে কখনই মার্কিন ভিসা ছিল না, তাঁদের ইন্টারভিউতে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে।

মার্কিন ভিসায় করোনা মহামারীর প্রভাব

মার্কিন ভিসায় করোনা মহামারীর প্রভাব

কোভিডের পরবর্তী সময়ে ভারতীয়দের ভিসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মার্কিন ভিসার ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রপবক্সের সুবিধার জেরে অনেকেই দ্রুত মার্কিন ভিসা পেয়ে যাবেন বলে অনুমান করা হচ্ছে। মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ভিসা দেওয়ার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগে বি১ ও বি২-এর ভিসার জন্য কোনও ভারতীয়কে ৪৫০ দিন বা ১৫ মাস অপেক্ষা করতে হতো। এখন সেই সময় কমিয়ে নয় মাসে আনা সম্ভব হয়েছে। করোনা মহামারীর আগে এই দুই বিভাগের মার্কিন ভিসার জন্য ভারতীয়দের মাত্র কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতো।

মার্কিন ভিসার ক্ষেত্রে তৃতীয় স্থানে ভারত

মার্কিন ভিসার ক্ষেত্রে তৃতীয় স্থানে ভারত

মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় তৃতীয় স্থানে রয়েছে। মেক্সিকো ও চিনের পরেই সব থেকে বেশি ভারতীয়দের মার্কিন ভিসা মঞ্জুর করা হয়। করোনার জেরে ভিসা দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। মার্কিন আধিকারিক জানিয়েছেন, ২০২৩ সালের গ্রীষ্মের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। সেই সময় বিশ্বে সব থেকে বেশি মার্কিন ভিসা ভারতীয়দের দেওয়া হবে।

মার্কিন ভিসার চাহিদা বৃদ্ধি

মার্কিন ভিসার চাহিদা বৃদ্ধি

মার্কিন আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ভারতে ভ্রমণ সংক্রান্ত একাধিক নিষেধাজ্ঞা করোনা মহামারীর জেরে জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার পরে ভারতে মার্কিন ভিসার চাহিদা এক লাফে কয়েকগুন বেড়ে গিয়েছে। ব্যবসা, পর্যটন, স্টুডেন্ট ও কর্মী ভিসার চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিমান পরিষেবার ক্ষেত্রে ক্রু ভিসার চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন দূতাবাসের শীর্ষস্থানীয় আধিকারিকরা মনে করছেন, আগামী নয় মাসের মধ্যে মার্কিন ভিসার প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে।

গুজরাত নির্বাচনে এনসিপি-কংগ্রেস জোট, তিনটি আসনে লড়বে শরদ পাওয়ারের দল গুজরাত নির্বাচনে এনসিপি-কংগ্রেস জোট, তিনটি আসনে লড়বে শরদ পাওয়ারের দল

English summary
US set to extend interview waiver facility for Indian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X