For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী হলেন ‘ফাদার অফ ইন্ডিয়া’! মার্কিন মুলুকে নানা বিশেষণে বিভূষিত করলেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘হাউডি মোদী’তে ট্রাম্পের হয়ে প্রশংসার বন্যা বইয়েছিলেন মোদী। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তা ফি

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'হাউডি মোদী'তে ট্রাম্পের হয়ে প্রশংসার বন্যা বইয়েছিলেন মোদী। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তা ফিরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মোদীকে ভূষিত করলেন নানা বিশেষণে। এমনকী মোদীকে 'ফাদার অফ ইন্ডিয়া' বলতেও কসুর করলেন না।

মোদীর ভূয়সী প্রশংসায় ট্রাম্প

মোদীর ভূয়সী প্রশংসায় ট্রাম্প

মঙ্গলবার রাতে নিউইয়র্কে দ্বিপক্ষীয় আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। দু-মাসে চারবার মিলিত হয়েছিলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। তার মধ্যে নিউইয়র্কের এই বৈঠক মোদীর কাছে বড় পাওনা হয়ে রইল। তিনি নানা অলংকারে শোভিত হলেন।

মেগা ইভেন্টের পর আবারও

মেগা ইভেন্টের পর আবারও

সোমবারও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাত হয়েছিল। হিউস্টনে 'হাওডি মোদী' মেগা ইভেন্টে উভয় নেতা একসঙ্গে উপস্থিত ছিলেন। এই সময় তাঁরা উপস্থিত ৫০ হাজার আমেরিকা প্রবাসী ভারতীয়র অভিবাদন গ্রহণ করেন।

মোদী ‘ফাদার অফ ইন্ডিয়া'

মোদী ‘ফাদার অফ ইন্ডিয়া'

এদিন মোদীকে শুধু ‘ফাদার অফ ইন্ডিয়া' বলেই থেমে যাননি ট্রাম্প, তাঁকে রকস্টার এলভিস প্রেসলি সঙ্গেও তুলনা করেন। মোদীকে নানা বিশেষণে ভরিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী একজন দুর্দান্ত মানুষ, জেন্টেলম্যান এবং অসাধারণ নেতা।

ভারতের এলভিস প্রেসলি হলেন মোদী

ভারতের এলভিস প্রেসলি হলেন মোদী

ট্রাম্প বলেন,আমার মনে আছে ভারতের সঙ্গে এর আগে খুব মতবিরোধ হয়েছে, লড়াই হয়েছে। কিন্তু মোদী আসার পর আমাদের সম্পর্ক অনেক সহজ সরল ও দৃঢ় হয়েছে। আমরা তাই ওনাকে ফাদার অফ ইন্ডিয়া বলি। তিনি বলেন, আমরা পাশে যিনি বসে আছেন, তাঁকে সবাই ভালোবাসে, তিনি হলেন ভারতের এলভিস প্রেসলি।

 ‘অব কি বার ট্রাম্প কি সরকার'

‘অব কি বার ট্রাম্প কি সরকার'

এর আগে ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মোদী। তিনি বলেন, আমি ট্রাম্পের কাছে কৃতজ্ঞ যে তিনি হিউস্টনে এসেছিলেন। তিনি আমার পরম বন্ধু। তিনি ভারতেরও ভালো বন্ধু। হাউডি মোদীতে আপনার উপস্থিতিই ভারত-মার্কিন সম্পর্কের নির্ণায়ক মুহূর্ত হয়ে উঠেছে। এদিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে মোদী বলে ওঠেন- ‘অব কি বার ট্রাম্প কি সরকার'।

English summary
US president Donald Trump praises PM Narendra Modi as ‘Father of India’. Trump also says Modi is Rockstar Elvis Praisley of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X