For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদেনপুত্র হামজা এবার মার্কিন নিশানায় ! ভারত-পাক উত্তেজনার আবহে বড় ঘোষণা ট্রাম্প প্রশাসনের

পাকিস্তানের অ্যাবোতাবাদে রাতের অন্ধকারে লাদেনের বাড়ির ভিতরে ঢুকে তাকে নিকেশ করে আসে মার্কিন যুক্তরাষ্ট্রেরক সেনা।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের অ্যাবোতাবাদে রাতের অন্ধকারে লাদেনের বাড়ির ভিতরে ঢুকে তাকে নিকেশ করে আসে মার্কিন যুক্তরাষ্ট্রেরক সেনা। পাকিস্তানের ভিতরে ঢুকে এই বড় হামলার স্মরণীয় অধ্যায় বিশ্ব রাজনীতি আজও তাৎপর্যপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলায় ছক কষেছিল তালিবান প্রধান বিন লাদেন। ৯/১১ এর পর তাকে নিকেশ করেও খান্ত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এবার লাদেন পুত্র হামজা রয়েছে মার্কিন নজরে। ভারত পাক উত্তেজনার আবহে এদিন মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে হামজা এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তান সীমানার কোথাও অবস্থান করছেন!

মার্কিনি দাবি

৩০ বছরের হামজা বিন লাদেনের ওপর ১ বিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনৈতিক সচিব জানিয়েছে, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজছে ওসামা বিন লাদেনের পুত্র হামজাকে। তাঁদের দাবি হামজা আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কোথাও রয়েছে। যেকোনও মুহূর্তে সে পালিয়ে যেতে পারে ইরানের দিকে।

কে হামজা বিন লাদেন?

হামজাকে এদিন 'বিশ্ব সন্ত্রাসবাদী' র তকমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
২০০১ সালের ৯/১১ এ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর বিমান নিয়ে টুইন টাওয়ার ভেঙে হামলা চালানোর ঘটনার অন্যতম নায়ক ছিল তালিবান জঙ্গি মহম্মদ আট্টা। সেই আট্টার মেয়েকে বিয়ে করেছে লাদেনপুত্র হামজা। জানা যাচ্ছে, ইরানে নিজের মায়ের বাড়িতে গিয়ে বিয়ে সম্পন্ন করে হামজা।

[আরও পড়ুন:অভিনন্দন ইস্যুতে ইমরান খানের ভূমিকা নিয়ে কী বলছেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী][আরও পড়ুন:অভিনন্দন ইস্যুতে ইমরান খানের ভূমিকা নিয়ে কী বলছেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী]

লাদেন পুত্র সম্পর্কে তথ্য

লাদেনের একাধিক চিঠি উদ্ধার করে সেখান থেকে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন , হামজাকে বহুদিন ধরে তৈরি করছিল লাদেন। নিজের জায়গায় হামজাকে দেখতে চেয়েছিল বিশ্ব ত্রাস আতঙ্কবাদী ওসামা বিন লাদেন।

[আরও পড়ুন: পাকিস্তানি গুপ্তচর শাহরুখকে পাকড়াও বিএসএফের, চাঞ্চল্য সীমান্তে ][আরও পড়ুন: পাকিস্তানি গুপ্তচর শাহরুখকে পাকড়াও বিএসএফের, চাঞ্চল্য সীমান্তে ]

English summary
Hamza Bin Laden is emerging as a leader of the Islamist militant group, officials say. He is thought to be based near the Afghan-Pakistani border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X