For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষে লালফৌজে হতাহতের সংখ্যা ৩৫

লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষে লালফৌজে হতাহতের সংখ্যা ৩৫

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চিন-ভারত সংঘর্ষের জেরে ইতিমধ্যেই সারা দেশজুড়ে উত্তেজনার আবহ। প্রায় ৪৫ বছর পর ভারত-চীন সীমান্তে আবারও ঝরল রক্ত।এই সংঘর্ষে লাদাখ সীমান্তে ২০ জন ভারতীয় সেনার শহীদ হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। এবার মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, লাদাখ সংঘর্ষে ভারতীয় জওয়ানদের পাশাপাশি চিনা সেনাবাহিনীর ৩৫ জন হতাহত হয়েছে। এই সংখ্যাটি চিনা সৈনিকদের মোট নিহত ও গুরুতর আহতের সংমিশ্রণ বলেই জানা যাচ্ছে।

১৯৬৭ সালের পর ফের চিন-ভারত সংঘর্ষ

১৯৬৭ সালের পর ফের চিন-ভারত সংঘর্ষ

আকসাই চিন এলাকা থেকে লাদাখ ঘিরে বয়ে চলা প্রাচীন গালওয়ান নদী উপত্যকা অঞ্চলই ভারত ও চিনের চলতি সংঘাতের কারণ হয়ে উঠেছে।১৯৬৭ সালে নাথুলাতে দুই দেশের সেনা সংঘর্ষের পর এটাই সব থেকে বড় সংঘর্ষ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। লালফৌজ ও ভারতীয় সেনার ওই সংঘর্ষে সেই সময় ৮০ জন ভারতীয় নিহত হয়েছিলেন পাশাপাশি চিনের দিক থেকে ৩০০ জন সেনা জওয়ান মারা যান।

লাদাখ সংঘর্ষে চিনা হতাহতের সংখ্যা ৩৫

লাদাখ সংঘর্ষে চিনা হতাহতের সংখ্যা ৩৫

২০জন ভারতীয় সেনার মৃত্যুর খবর সামনে এলেও, সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির হতাহতের সংখ্যা নিয়ে প্রথমে মুখ খোলেনি চিন। যদিও পরবর্তীতে সরকারি সূত্রে জানানো হয়,লাদাখ সংঘর্ষে চিনা বাহিনী হতাহত হলেও নিহত ও মৃতের সংখ্যা সম্পর্কে কোনও স্বচ্ছ তথ্য তাদের কাছে নেই। এদিন মার্কিন সূত্র জানায়, লাদাখ সংঘর্ষে চিনা হতাহতের সংখ্যা ৩৫।

লাদাখ পরিস্থিতি নিয়ে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লাদাখ পরিস্থিতি নিয়ে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শোক জ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সেনা প্রধান জেনারেল এম এম নারভেনের সাথে বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে।

লাদাখ সংঘর্ষের পর আশঙ্কাজনক অবস্থায় ৪ জন ভারতীয় সেনা

লাদাখ সংঘর্ষের পর আশঙ্কাজনক অবস্থায় ৪ জন ভারতীয় সেনা

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে জখম চার ভারতীয় জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে৷ উত্তেজনা ক্রমশ বেড়ে চলায় শ্রীনগর-লেহ হাইওয়ে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের গাড়ি ছাড়া সব যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লাদাখ সংঘর্ষের প্রায় দু'দিন পর জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ চিনের বিদেশমন্ত্রীর! কী কথা হল দুই পক্ষের?লাদাখ সংঘর্ষের প্রায় দু'দিন পর জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ চিনের বিদেশমন্ত্রীর! কী কথা হল দুই পক্ষের?

English summary
us intelligence reports says the number of chinese soldiers killed in the indo chinese clashes is 35 in ladakh border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X