For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা কাশ্মীর থেকে অবলুপ্তির পর রুদ্ধদ্বার বৈঠক রাষ্ট্রপুঞ্জে! উঠে আসছে একাধিক তথ্য

কাশ্মীর ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে রাষ্ট্রপুঞ্জে, উঠে আসছে একাধিক তথ্য

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য শুধুমাত্র ভারতেই নেই। পাকিস্তানেও তা নিয়ে দোলাচল যেমন পরিমাণে রয়েছে, বিশ্ব আঙিনাতেও তার গুরুত্ব সমান। এমন এক পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে এদিন কাশ্মীর ইস্য়ুতে বসতে চলেছে রুদ্ধদ্বার বৈঠক।

 রাষ্ট্রসংঘের রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রসংঘের রুদ্ধদ্বার বৈঠক

জানা গিয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এদিন এক রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে কাশ্মীর ইস্যুতে। নিরাপত্তা পরিষদের 'রেটেটিং প্রেসিডেন্সি' এই মুহূর্তে রয়েছে পোল্যান্ডের হাতে। আর সেই দেশই সেই নিরাপত্তা বিষয়ক বৈঠক ডাকতে চলেছে। এদিন বেলা ১০ টা থেকে শুরু হওয়ার কথা এই বিশেষ বৈঠক। রাষ্ট্রসংগের নিরাপত্তা বিষয়ক এই বৈঠকে সাম্প্রতিক কাশ্মীরের ইতিহাসে অত্যন্ত প্রাসঙ্গিক। অন্যদিকে এভাবে এর আগে কোনও ভারতের কোনও অংশ নিয়ে রাষ্ট্র সংঘের নিরাপত্তা বৈঠক সেভাবে দেখা যায়নি শেষবার কেবলমাত্র হিমালয় এলাকা নিয়ে রাষ্ট্র সংঘ বৈঠক করে । তবে এবারের কাশ্মীর ইস্যু রীতিমতো গুরুত্ব পেতে চলেছে।

 বৈঠক ও কাশ্মীর

বৈঠক ও কাশ্মীর

প্রসঙ্গত, কাশ্মীর ইস্যুতে ইতিমধ্যেই বারতের 'অভ্যন্তরীণ সিদ্ধন্তের' বিষয়ে বিশ্বের একাধিক দেশের সমর্থনে পাকিস্তান মরিয়া চেষ্টা করলেও, মার্কিন মুলুক সহ একাধিক শক্তিশালী দেশ তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে, ভারতের তরফেও জম্মু ও কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের অবস্থানকে কটাক্ষ করা হয়েছে।

 বৈঠকের বিষয়ে জোর খাটায় চিন!

বৈঠকের বিষয়ে জোর খাটায় চিন!


প্রসঙ্গত,পাকিস্তান ঘনিষ্ঠ চিন নিরাপত্তা পরিষদে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিষয়ে আলোচনার দাবি জানায়। আর সেই মর্মে পোল্যান্ডের কাছে চিন একটি চিঠিও পাঠায়। এরপরই এদিনের রুদ্ধদ্বার বৈঠকে আলোচিত হতে চলেছে কাশ্মীরের পরিস্থিতি।

English summary
UN Security Council to hold talks on Kashmir today.The United Nations Security Council will discuss India's move on Article 370 of the Constitution, revoking the special status to Jammu and Kashmir at a meeting behind closed doors on Friday, diplomats told news agency AFP. Poland, which currently holds the council's rotating presidency.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X