For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়ার ভেতরে আবার ইউক্রেনের ড্রোন হামলা, তিন সেনা নিহত

  • By Bbc Bengali

এঙ্গেলস বিমানঘাঁটি রাশিয়া
MAXAR TECHNOLOGIES/HANDOUT VIA REUTERS
এঙ্গেলস বিমানঘাঁটি রাশিয়া

রাশিয়ার দক্ষিণাঞ্চলে বোমারু বিমানের এক ঘাঁটিতে গত রাতে একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন জন নিহত হয়েছে।

এঙ্গেলস বিমান ঘাঁটিটি রাশিয়ার সারাটভ অঞ্চলে এবং ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ড্রোনটি গুলি করে ভূপাতিত করে - কিন্তু এর পড়তে থাকা টুকরোগুলোর আঘাতে তিনজন সৈন্য নিহত হয়। স্থানীয় সময় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ইউক্রেনের দিক থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

রুশ-ইউক্রেন সীমান্ত থেকে ৩১০ মাইল দূরে এই বিমান ঘাঁটিটিতে রাশিয়ার দূর পাল্লার কৌশলগত বোমারু বিমানগুলো রাখা হয় - যেগুলো দিয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র চালানো হয়।

বিবিসির মস্কো সংবাদদাতা বলছেন, তিন সপ্তাহ আগে এই একই বিমানঘাঁটিতে একটি ইউক্রেনীয় হামলা হয়েছিল। তখন এর নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছিল – কাজেই সবশেষ এই আক্রমণ রাশিয়ার জন্য লজ্জার কারণ হবে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ
BBC
রাশিয়া ইউক্রেন যুদ্ধ

রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেনীয় হামলা

সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে এঙ্গেলস বিমানঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ এবং সাইরেন বাজতে শোনা যায়।

সারাটভের গভর্নর রোমান বুসার্গিন নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক জানিয়ে বলেছেন, এ আক্রমণের কারণে এঙ্গেলস শহরের বাসিন্দাদের কোন বিপদ ঘটেনি।

ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ক্রেমলিন এর আগেও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ভূখন্ডে আক্রমণ চালানোর অভিযোগ করেছে। তবে আগেকার আক্রমণগুলোর তুলনায় সারাটভ বিমানঘাঁটির ওপর এ হামলাটি ঘটেছে রাশিয়ার অনেক ভেতরে।

গত ৫ই ডিসেম্বর এই সারাটভ এবং রিয়াজান অঞ্চলের আরেকটি বিমানঘাঁটিতে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়। এ সময়ও মস্কো বলেছিল যে ভূপাতিত ড্রোনের টুকরোর আঘাতে তিনজন সৈন্য নিহত হয়েছে। ওই দুটি আক্রমণে দুটি বিমানও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।

English summary
Ukraine alleged drone attack in Russia, leaves several dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X