For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনে ত্রিশঙ্কু পার্লামেন্টের ইঙ্গিত ফলাফলে, দোলাচলে মে-র ভবিষ্যৎ

সমস্ত বিশেষজ্ঞরাই মনে করেছিলেন, থেরেসা মে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তবে বৃহস্পতিবার ভোটের পরবর্তী সমীক্ষা ও প্রাথমিক ফলাফলে যা উঠে আসছে তা মে-র মুখ থেকে হাসি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

  • |
Google Oneindia Bengali News

সময়ের অনেক আগেই পার্লামেন্ট ভোটের ডাক দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গতবছরের ব্রেক্সিটের ধাক্কা সামলে নতুন করে শুরু করাই এই অকাল ভোটের মূল লক্ষ্য ছিল। সমস্ত বিশেষজ্ঞরাই মনে করেছিলেন, থেরেসা মে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তবে বৃহস্পতিবার ভোটের পরবর্তী সমীক্ষা ও ফলাফলে যা উঠে আসছে তা মে-র মুখ থেকে হাসি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

ভোটের পর এবার কাউন্টিং শুরু হয়েছে। ভারতীয় সময় ভোর ৩টে থেকে গণনা চলছে। যার ফলাফল প্রকাশ হতে হতে ভারতীয় সময় বিকেল গড়িয়ে যাবে। এক্সিট পোলের ফলাফলে থেরেসা মে-র কনজারভেটিভ পার্টিকে সামান্য এগিয়ে রাখলেও ত্রিশঙ্কু ফলাফলের ইঙ্গিত দিয়েছে।

ব্রিটেনে ত্রিশঙ্কু পার্লামেন্টের ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষায়

আর কিছুদিনের মধ্যেই ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নরে সঙ্গে আলোচনায় বসার কথা সরকারের। আগামী ২ বছরের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। ফলে এই নির্বাচনে যে দল জয়ী হবে, সরকারে আসীন হয়ে তাঁরাই ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসবে।

ব্রিটেন পার্লামেন্টে মোট ৬৫০টি আসন রয়েছে। সবমিলিয়ে মোট ৩৩০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এবারের ব্রিটেনের হাউস অব কমন্সের ভোটে আরও একটি উল্লেখযোগ্য বিষয় সামনে এসেছে। এই প্রথমবার রেকর্ড সংখ্যক মোট ৫৬ জন ভারতীয় নির্বাচনে অংশ নিয়েছে।

প্রাথমিক গণনার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, সংসদ যে ত্রিশঙ্কু হওয়ার দিকে এগোচ্ছে, তা অনেকটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। আপাতত ৬৫০টি আসনের মধ্যে ৬১০টির ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৯৪টি আসন। অন্যদিকে বিরোধী লেবার পার্টি ২৫০টি আসনে জয়ী হয়েছে। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি ৩৪টি আসনে আপাতত জয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬টি আসন। কোন দল সেই লক্ষ্যে পৌঁছয় এখন সেটাই দেখার।

English summary
UK election result 2017 : Exit polls show hung parliament, Labour Party leading
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X