For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পতাকা ছিঁড়ে-কাঁচের বোতল ছুড়ে লিসেস্টারে মন্দিরে হামলা! বিশেষ বিশেষ ঘটনা একনজরে

লিসেস্টার আপাতত শান্ত। সেখানকার পুলিশের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, শহরে টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে লিসেস্টারের বিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নেতারা এক যৌথ বিবৃতিতে শহরে ঘটে যাওয়া উস্কানি ও হিংসা বন্ধের জন্য আহ্বান জানি

  • |
Google Oneindia Bengali News

লিসেস্টার আপাতত শান্ত। সেখানকার পুলিশের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, শহরে টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে লিসেস্টারের বিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নেতারা এক যৌথ বিবৃতিতে শহরে ঘটে যাওয়া উস্কানি ও হিংসা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের তরফে বলা হয়েছে দুই সম্প্রদায়ের নেতারা অ্যাসফোর্ডবাই স্ট্রিটের একটি মসজিদের বাইরে জড়ো হয়ে বিবৃতি জারি করেছেন। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী হয়েছিল লিসেস্টারে।

 পতাকা ছিঁড়ে-কাঁচের বোতল ছুড়ে লিসেস্টারে মন্দিরে হামলা! বিশেষ বিশেষ ঘটনা একনজরে

  • ২৮ অগাস্ট এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচে ভারতের জেতার পরে সেখানে হিংসার ঘটনা ঘটে।
  • কালো পোশাক পরা অজ্ঞাত পরিচয় ব্যক্রিরা একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর পরে সেখানে হিংসা শুরু হয়ে যায়। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে। যেথানে দেখা যাচ্ছে একটি মন্দিরের পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে, কাঁচের বোতল ছোঁড়া হচ্ছে।
  • লিসেস্টারশায়ার পুলিশ হিংসার সঙ্গে জড়িত থাকার জন্য ৪৭ জনকে গ্রেফতার করেছে। শহরের পুলিশের তরফে বলা হয়েছে, সেখানে সংঘর্ষের ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিবোশা কয়েকটি থানা থেকে পুলিশ ডাকতে হয়েছিল।
  • লিয়েস্টারশায়ার পুলিশের তরফে জানানো হয়েছে, শহরে সংঘর্ষের সময় মারাত্মক অস্ত্র রাখার জন্য দোষী সাব্যস্ত ২০ বছরের এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
  • লিয়েস্টারশায়ার পুলিশের কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, বাসিন্দাদের নিরাপদে রাখতে এবং অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের জন্য তাঁরা কাজ করছেন। পুলিশের তরফে বলা হয়েছে, আপাতত শহরে গণ্ডগোলের কোনও খবর নেই। পুলিশের তরফে সাধারণ মানুষকে স্বাভাবিক কাজ করার জন্য অনুরোধ করেছে।
  • হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নেতারা শহরে উস্কানি ও হিংসা বন্ধে যৌথ বিবৃতি জারি করেছেন। দুই ধর্মের নেতারা বলেছেন দুই ধর্মের বিশ্বাস চমৎকার। শহরের মানুষ বহুকাল ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। তাঁরা বলেছেন, একসঙ্গে সবাই মিলে চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। একসঙ্গে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছেন।
  • অন্যদিকে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের স্মেথউইক শহরে একটি হিন্দু মন্দিরের বাইরে মুসলিম সম্প্রদায়ের প্রায় ২০০ জন প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছিলেন।
  • Gujarat Riot: তিস্তা শীতলবাদ-অবসরপ্রাপ্ত DGP শ্রীকুমার-প্রাক্তন IPS সঞ্জীব ভাটের বিরুদ্ধে চার্জশিট সিটের
English summary
Through Flag-tearing and glass-bottle-throwing attack conducted on Temple in Leicester
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X