For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Riot: তিস্তা শীতলবাদ-অবসরপ্রাপ্ত DGP শ্রীকুমার-প্রাক্তন IPS সঞ্জীব ভাটের বিরুদ্ধে চার্জশিট সিটের

Gujarat Riot: তিস্তা শীতলবাদ-অবসরপ্রাপ্ত DGP শ্রীকুমার-প্রাক্তন IPS সঞ্জীব ভাটের বিরুদ্ধে চার্জশিট সিটের

  • |
Google Oneindia Bengali News

২০০২ সালের গুজরাত দাঙ্গায় চার্জশিট দাখিল করল সিট। চার্জশিটে সমাজকর্মী তিস্তা শীতলবাদ, অবসরপ্রাপ্ত ডিজিপি আরবি শ্রীকুমার এবং প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সিট গুজরাত দাঙ্গার সঙ্গে সম্পর্কিত একটি জালিয়াতির অভিযোগও দাখিল করেছে।

আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ

আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ

এই মুহুর্তে গুজরাতের সিটের প্রধান ডিআইজি দীপন ভদ্রন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি তিনজনের বিরুদ্ধে সিটের অভিযোগপত্র দাখিলের কথা উল্লেখ করেছেন।

 কেউ আছেন জেলের বাইরে, কেউ ভিতরে

কেউ আছেন জেলের বাইরে, কেউ ভিতরে

গত ২ সেপ্টেম্বর তিস্তা শীতলবাদ জামিনে মুক্তি পেয়েছেন। অন্যদিকে বসরপ্রাপ্ত ডিজিপি আরবি শ্রীকুমার ২৫ জুন থেকে হেফাজতে রয়েছেন। ২৮ সেপ্টেম্বর তাঁর জামিনের আবেদনের শুনানি করা হবে গুজরাত হাইকোর্টে। প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাট ১৯৯০ সালের হেফাজতে মৃত্যু মামলায় দাষী সাব্যস্ত হয়ে পালানপুর কারাগারে বন্দি রয়েছেন।

কার বিরুদ্ধে কী ধারা

কার বিরুদ্ধে কী ধারা

তিস্তা, শ্রীকুমার এবং ভাটের বিরুদ্ধে ১২০ বি (অপরাধ-ষড়যন্ত্র), ৪৬৮ (জালিয়াতি), ৪৭১ (জালনথিকে আসল হিসেবে ব্যবহার করা), ১৯৪ ( মিথ্যা প্রমাণ দেওয়া) ধারায় মামলায় দায়ের করা হয়েছিল।
এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ২১১ ও ২১৮ ধারাও দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে।

ক্লিনচিট মোদী ও মন্ত্রিসভাকে

ক্লিনচিট মোদী ও মন্ত্রিসভাকে

প্রসঙ্গত ২০০২ সালের দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর মন্ত্রিসভার সদস্য এবং আমলাদের ক্লিনচিট বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। আর সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতেই আহমেদাবাদের ডিটেতশন অফ ক্রাইম ব্রাঞ্চ ওই তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল।

টিভিতে ঘৃণার মন্তব্য প্রচার! অ্যাঙ্করের ভূমিকা স্মরণ করাল সুপ্রিম কোর্ট টিভিতে ঘৃণার মন্তব্য প্রচার! অ্যাঙ্করের ভূমিকা স্মরণ করাল সুপ্রিম কোর্ট

English summary
Sit files chargesheet against Teesta Setalvad, retired DGP Sreekumar and ex IPS Sanjiv Bhat in Gujarat Riot case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X