For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ৩১ জুলাই : মাত্র তিন মাস বয়স। নিশ্চিন্তে শুয়ে খেলা করছিল শিশুটি। বাড়িতে উপস্থিত এক পারিবাবিক বন্ধু অতি উৎসাহে ছবি তুলে নিল তার। শিশুটির বাবা-মা তার পরেও খেয়াল করেননি কোনও অস্বাভাবিকতা। [কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত 'মা'!]

তবে বিষয়টি ধরা পড়ল তারপরই। জানা গেল, উৎসাহী ওই পারিবারিক বন্ধুর কারণেই অন্ধ হয়ে গিয়েছে তাদের তিন মাসের শিশুপুত্র। কারণ মুখের খুব কাছ থেকে ছবি তোলার সময়ে ক্যামেরার ফ্ল্যাশটি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তিনি। [এবার কলকাতা থেকে রেলপথে পাড়ি সোজা চিনে!]

মর্মান্তিক : ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু


মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী চিনে। শিশুটির খানিক অস্বাভাবিকতা লক্ষ্য করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, তার বাম চোখের দৃষ্টি অনেকটাই চলে গিয়েছে এবং ডান চোখটি ক্যামেরার ফ্ল্যাশের কারণে অন্ধ হয়ে গিয়েছে। [চিনের প্রাচীরের এক-তৃতীয়াংশ নিশ্চিহ্ন]

চিকিৎসকেরা জানিয়েছেন, শল্য চিকিৎসা করেও এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কারণ চোখের ভিতরের কোষগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুদের চার বছর বয়স পর্যন্ত এই কোষগুলি খুব সংবেদনশীল থাকে ফলে তার উপরে চাপ পড়ায় দৃষ্টিশক্তি চলে গিয়েছে শিশুটির। [৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!]

শিশুপুত্রের দৃষ্টি চলে যাওয়ার দৃশ্যতই ভেঙে পড়েছেন ওই চিনা দম্পতি। তবে ওই পারিবারিক বন্ধুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

English summary
Three-month-old baby left blind after family friend forgot to turn off the camera flash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X