For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ২৫ জুন : কত অদ্ভুত ঘটনাই না ঘটে সারা বিশ্বে। দেশটার নাম যদি হয় গণপ্রজাতন্ত্রী চিন, তাহলে তার সংখ্যা আরও বেড়ে যায়।

চিনের একটি বিখ্যাত সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, সেদেশের ১৪ টি প্রদেশের বাজার থেকে পুরনো চোরাচালান হওয়া মাংস উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত কয়েকশো কোটি টাকার সেই মাংসের কিছু অংশ এমনকী প্রায় চল্লিশ বছরের পুরনো বলে জানা গিয়েছে।

৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!


শুল্ক দফতরের আধিকারিকরা এই মাংস বাজেয়াপ্ত করেছেন। এর মধ্যে মুরগী, গরু ও শুয়োরের মাংস রয়েছে। শুল্ক দফতরের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত হওয়া মাংসগুলি এখন পচে-গলে যেতে শুরু করেছে। বস্তা বস্তা এই মাংস হংকং থেকে ভিয়েতনামে যাচ্ছিল। মাঝে চিনা সীমান্তে এগুলিকে লুঠ করা হয়। সেগুলি নানা প্রদেশের বাজারে বিক্রি হচ্ছিল।

এত পুরনো মাংস এল কোথা থেকে? চিনা আধিকারিকরা জানিয়েছেন, তা নিয়ে তদন্ত চলছে। সম্ভবত এত পুরনো মাংসকে বহুবার হিমঘরে রেখে সংরক্ষণ করা হয়েছে। ধরা পড়ার পর এবার তা পচতে শুরু করেছে।

English summary
Smuggled frozen meat from 1970s being sold in Chinese markets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X