For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার গুগল ম্যাপও দেখাল গিলগিট-বালতিস্তান ভারতের অংশ!

  • |
Google Oneindia Bengali News

এবার জম্মু-কাশ্মীর বিতর্কে জড়াতে দেখা গেল গুগলকেও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) অধীনে থাকা গিলগিট-বালতিস্তান এবং মুজাফফারাবাদের পূর্বাভাস দিতে শুরু করা পরেই এবার জম্মু-কাশ্মীর নিয়ে নতুন চিত্র তুলে ধরল গুগল ম্যাপ।

এখনও কোনও বিবৃতি দিতে দেখা যায়নি গুগলকে

এখনও কোনও বিবৃতি দিতে দেখা যায়নি গুগলকে

সূত্রের খবর, ভারতীয় আবহাওয়া দফতরের এই সিদ্ধান্তের একদিন পরেই জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং লাইন অফ অ্যাকচুাল কন্ট্রোলের (এলএসি) সীমা রেখা মুছে ফেলতে দেখা গেল গুগল ইণ্ডিয়াকে। যদিও বিষয়ে সরকার বা গুগল কেউই স্পষ্ট করে এখনও কোনও বিবৃতি জারি করেনি। তবে গুগুল ম্যাপে ভারতের বাইরে থেকেই এই পরিবর্তন সহজেই চোখে পড়ছে।

কী এই নিয়ন্ত্রণ রেখা?

কী এই নিয়ন্ত্রণ রেখা?

নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল শব্দটি রাজ্য জম্মু ও কাশ্মীরের ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত অংশগুলির মধ্যে সামরিক নিয়ন্ত্রণ রেখা বোঝাতেই সাধারণ ব্যবহার করা হয়। এটি আগে মূলত সিলেস-ফায়ার লাইন হিসাবে পরিচিত ছিল। পরবর্তীকালে এটি সিমলা চুক্তির পরে "নিয়ন্ত্রণের রেখা" হিসাবে পুনরায় ডিজাইন করা হয়।

কী এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল?

কী এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল?

ভারতের অধীনে থাকা অংশটি বর্তমানে কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্য হিসাবে পরিচিত। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অংশ জুড়ে রয়েছে গিলগিট-বালতিস্তান। ১৯৬২ সালে চিন যুদ্ধের সময় থেকে চিনা অধিগ্রহনের পর থেকে আকসাই চিন থেকে জম্মু-কাশ্মীর আলাদা হয়। সেখানেই রয়েছে লাইন অফ অ্যাকচুাল কন্ট্রোল।

পাকিস্তানের প্রতিক্রিয়া জানতে উদগ্রীব সকলেই

পাকিস্তানের প্রতিক্রিয়া জানতে উদগ্রীব সকলেই

এদিকে গিলগিত-বালতিস্তানের দখল নিয়ে কয়েকদিন ধরেই ক্রমেই উত্তেজনার পারদ চড়ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। বর্তমানে গুগল ম্যাপের শেষ আপডেটে পাক অধিকৃত নিয়ন্ত্রণ রেখা মুছে ফেলা ও গিলগিট-বালতিস্তানকে ভারতের অংশ হিসাবে দেখানোয় ইসলামাবাদ কী প্রতিক্রিয়া জানায় এখন সেটাই দেখার। এদিকে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি-র ওয়েবসাইটেও এখন গিলগিট-বালতিস্তানের অন্তর্গত মুজাফফরাবাদ, স্কার্ডু, নীলামের মতো শহর গুলির আবহাওয়া সম্পর্কে জানা যাচ্ছে। ভারতের এই পদক্ষেপর পরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কী প্রতিক্রিয়া দেয় তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

English summary
Google has removed the Line of Control (LoC) from Pakistan-occupied Kashmir on Google Maps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X