For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WHO এর সুপারিশ করা দুটি ওষুধ করোনার বিরুদ্ধে কাজ করবে, মহামারি থেকে এবার কি মুক্তি মিলবে

তাহলে কি এবার মিলবে করোনা থেকে মুক্তি

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ডবল ডোজের টিকা নিয়েও করোনার নয়া প্রজাতি থেকে মুক্তি মিলছে না। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা চিকিৎসার জন্য দুটি ওষুধের কথা জানালেন। নাম দুটি হল ব্যরিনিসব ও সোটোভিমবকে সুপারিশ করেছে।

WHO কী জানালেন

WHO কী জানালেন

WHO এর মতে, করোনা হ্রাস করতে এই ওষুধ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। sotrovimav ও Vir Biotechnology Inc সাথে GlaxoSmithKline তৈরি করা হয়েছে। চিকিতসৎসার ব্যবহারের জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি তদন্ত মূলক কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এই ওষুধ প্রয়োগের ফলে করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেকটাই কমবে। তাছাড়া যে সমস্ত রোগী বৃদ্ধ, রোগ প্রতিরোধের ক্ষমতা কম এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার মত রোগে আক্রান্ত এবং যাদের টিকা নেওয়া হয়নি। তাঁদের EUA এই ওষুধ প্রয়োগের জরুরি অনুমোদন দিয়েছেন। রিউমাতয়েড আর্থথ্রিটিস রোগীদের জন্য এই ওষুধগুলি সুপারিশ করেছে।

 ব্যরিনিসব ও সোটোভিমব কী কাজে ব্যবহৃত হচ্ছে

ব্যরিনিসব ও সোটোভিমব কী কাজে ব্যবহৃত হচ্ছে

২০২১ সালের জুলাই মাসে সুপারলুকিন ৬ রিসেপ্টর ব্লকার নামে পরিচিত অন্যান্য আর্থ্রাইটিস ওষুধের বিকল্প সরবরাহ করা হয়েছে। ব্যরিনিসব ও সোটোভিমব ওষুধ দুটি জেনস কিনেজ (জ্যাক) ইনহিবিটার নামক ওষুধের একটি অংশ। যা ইমিউনিটি পাওয়ারের কাজ করে। ওষুধগুলি কোভিড -১৯ এর বিরুদ্ধে কাজ করবে আশা করা হচ্ছে। যা জানিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

ICMR এর সদস্যের মত কী

ICMR এর সদস্যের মত কী

করোনা দমনে ব্যারিসিটিনিব ওষুধ খুব গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি ইমিউনোমোডুলেটর, টোসিলিজুমাবের বিকল্প। কোরোনা আক্রান্ত রোগীদের এই দুটি ওষুধের মধ্যে একটি দেওয়া যেতে পারে। যা ক্লিনিক্যালি স্টেরয়েডের ওপর নির্ভরশীল। ICMR এর সদস্য ডাঃ সঞ্জয় পূজারি জানান, যখন করোনা রুগী গুরুতর পর্যায়ে চলে যায় তখন এই ব্যরিনিসব ওষুধটি খুব ভালো কাজ করবে।

বিশেষজ্ঞরা কী জানালেন

বিশেষজ্ঞরা কী জানালেন

সংক্রামক রোগের বিশেষজ্ঞদের মতে, COV BARRIER গবেষণার পর ব্যরিনিসব ওষুধটি ব্যবহার করা হয়েছে করোনা প্রতিরোধের জন্য। যখন ডেল্টা সংক্রমণ ছিল সেই সময় ঘাটতি ছিল টসিলিজুমাবের। তখন তাঁর বিকল্প ওষুধ ছিল ব্যরিনিসব। গবেষণা করে দেখা যাচ্ছে, এই ওষুধ ব্যবহার করলে করোনা রোগীর মৃতের সংখ্যা অনেক কমবে। কিন্তু স্টেরয়েডের সাথে এই ব্যরিনিসব ব্যবহার করা যাবে না।

 অরবিন্দ চোপড়া বলেন

অরবিন্দ চোপড়া বলেন

রিউমাটোলজিস্ট ডঃ অরবিন্দ চোপড়া বলেন, ব্যরিনিসব আরেক নাম হল ওলুমিয়েন্ট। এটি প্রাপ্তবয়স্কদের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়। এটি একটি অ্যান্টিভাইরাল ড্রাগ হিসাবেও ব্যবহার করা হচ্ছে। কিন্তু ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি ককটেল ক্যাসিরিভিমাব-ইমডেভিমাব একেবারেই সক্রিয় নয়। এটি জানিয়েছেন ডাঃ অমিত দ্রাবিড়।

 কোন কোন রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে

কোন কোন রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে

তিনি আরও বলেন, ভারতে Baricitinib খুব সস্তা এবং যা সব জায়গায় পাওয়া যায়। ৭-১৪ দিনের মধ্যেই এই ওষুধ প্রয়োগের ফলে রোগী সুস্থ হয়ে উঠবে। করোনা রোগীর যখন শ্বাসকষ্ট হয়, তখন আমরা এবং তাঁকে স্টেরয়েড দি, তাঁর সঙ্গে ব্যবহার করি টসিলিজুমাব। কিন্তু Sotrovimab ভারতে পাওয়া যায় না। বিশেষজ্ঞরা জানান, করোনার নয়া রূপ এখন সংক্রমণের গতি। তাই এখন মনোক্লোনাল অ্যান্টিবডিগুলি শুধু ব্যবহার করা উচিত।

English summary
These drugs will play two important roles in reducing corona. GlaxoSmithKline has been created with sotrovimav and Vir Biotechnology Inc.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X