For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের পিপিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রহস্যজনক মার্কিন যুবতীর

Google Oneindia Bengali News

এক রহস্যজনক মার্কিন যুবতী ও বর্তমান প্রতিষ্ঠানের প্রিয়তমা বিরোধী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বরিষ্ঠ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। সিন্থিয়া ডি রিচির দাবি যে ২০১১ সালে পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী রহমান মালিক তাঁকে তাঁর পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে অচৈতন্য করে ধর্ষণ করেছিল। সিন্থিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি ও প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী মকদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধেও অভিযোগ করে জানিয়েছেন যে ইসলামাবাদে রাষ্ট্রপতির বাড়ির ভেতর তাঁর সঙ্গে এদের শারিরীক ধস্তাধস্তি হয়। সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন আসিফ আলি জারদারি।

পিপিপি নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন দল সিন্থিয়া ডি রিচির অভিযোগের পর গুরুতরভাবে অস্বস্তির মুখোমুখি হয়েছে, এর আগেও দলেরই এক সদস্য প্রয়াত নেত্রী বেনজির ভুট্টোকে অপমান করার অভিযোগ তুলেছিল বিলাওয়াল ভুট্টোর বিরুদ্ধে। ফেসবুকে লাইভ ভিডিওতে শুক্রবার সন্ধ্যায় আমেরিকান ব্লগার, যিনি পাকিস্তানকে নিজের দ্বিতীয় বাড়ি বলেন, তিনি জানিয়েছেন তাঁকে পাকিস্তানের প্রাক্তন আভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক ধর্ষণ করেছে এবং তাঁর সঙ্গে শারিরীকভাবে ধস্তাধস্তি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি ও প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী মকদুম শাহাবুদ্দিন। তিনি লাইভে দাবি করেছেন যে তাঁর কাছে এখনও এ সংক্রান্ত প্রমাণ রয়েছে এবং তিনি সব প্রমাণ নিয়ে শীগ্রই আগামি সপ্তাহে পাকিস্তানে আসছেন। সিন্থিয়া বলেন, '‌আমি উপযুক্ত, নিরপেক্ষ এবং তদন্তকারী সাংবাদিকের সঙ্গে আরও বিশদে যেতে পেরে খুশি হব।’‌

গত সপ্তাহে পিপিপি–এর পেশোয়ার জেলার সভাপতি জুলফিকার আফগানি ফেডারেল তদন্তকারী সংস্থার সাইবারক্রাইম শাখায় সিন্থিয়া ডি রিচির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে সিন্থিয়া ডি রিচি প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির বৈবাহিক জীবন সম্পর্কে অত্যন্ত অবমাননাকর ও নিন্দিত মন্তব্য করেছিলেন।

গত সপ্তাহে সিন্থিয়া তাঁর লেখা বই '‌ইনডিসেন্ট করেসপন্ডেন্স:‌ সিক্রেট সেক্স লাইভ অফ বেনজির ভুট্ট’‌–এর কিছু অংশ টুইটারে শেয়ার করেছিলেন। এই বইটিতে বেনজির ভুট্টো। তাঁর পুত্র ও বর্তমান পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ও দলের শীর্ষ নেতা শেরি রহমানের ব্যক্তিগত জীবনের রোমাঞ্চকর বিশদ বিবরণ রয়েছে। তারপর থেকে তিনি পিপিপি বড় ও ছোট নেতাদের বেশ কিছু ছবি পোস্ট করেছেন যা পাকিস্তানের মত ইসলামিক দেশে বিবেচিত হয় না। ছবিগুলিতে দেখা গিয়েছে পিপিপি নেতারা মদ খাচ্ছেন, জুয়া খেলছেন এবং মহিলাদের সঙ্গে নাচ করছেন। শুক্রবার সিন্থিয়া আরও দাবি করেছেন যে এই দেশের বহু নেতার গায়েই তিনি ময়লা ছিটিয়েছেন।

সিন্থিয়া ডি রিচি ২০০৯ সালে পাকিস্তানে আসেন একজন পর্যটক হিসাবে এবং পাকিস্তানে সেইসময় বেশ কিছু ক্ষমতায়ন ব্যক্তিদের সঙ্গে তাঁর রহস্যজনকভাবে পরিচয় হয়। সিন্থিয়ার কথানুযায়ী, পাকিস্তানের ভাবমূর্তি গড়ে তোলার জন্য তাঁকে প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি ও আভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক আমন্ত্রণ জানান। তিনি পরে পিপিপির যোগাযোগ পরামর্শদাতা হিসাবে নিয়োজিত হন। সিন্থিয়া সাবলীলভাবে উর্দু বলেন ও কিছুটা পাঞ্জাবি। তরুণ স্নাতক তথা ট্রাভেল ব্লগার তথা যোগাযোগ পরামর্শদাতা একসময় শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের প্রিয়তমা হয়ে ওঠেন। তিনি এখন বর্তমানে ইসলামাবাদে বসবাসরত একজন ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাতা, লেখক, কলমিস্ট হিসাবে পরিচয় পেয়েছেন। তাঁকে প্রায়শই জেনারেলদের সঙ্গে শখ করে এবং সবচেয়ে শক্তিশালীদের সঙ্গে গল্ফ খেলতে দেখা যায়। একটা সময়ের পর তিনি পিপিপি থেকে দূরে সরে গিয়ে ইমরান খান শিবিরে গিয়েছেন এবং সেই থেকে তিনি ইমরান সমর্থক। পিপিপি থেকে তাঁর দূরে সরে আসার কারণ যদিও ব্যক্তিগত।

English summary
A mysterious young American woman and the darling of the current organization has made explosive allegations against senior leaders of the opposition Pakistan People's Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X