For Quick Alerts
For Daily Alerts
ইরাকে আত্মঘাতী বিস্ফোরণে হতাহত বহু, নেপথ্যে মহিলা জঙ্গি!
ইরাকে এক আত্মঘাতী বিস্ফোরণে মারা গিয়েছেন কমপক্ষে ৩০ জন। আহত হয়েছেন ৩৫ জন। এই আত্মঘাতী বিস্ফোরণের নেপথ্যে কোনও মহিলা জঙ্গি রয়েছে বলে মনে কার হচ্ছে।
ঘটনার দায় স্বীকার করেছে আইএসাইএস। জানা গিয়েছে বোরখার অন্তরালে বোমাটি লুকিয়ে , ইরাকের শিয়া অধ্যুষিত কারবালা শহরে এই বিস্ফোরণ ঘটায়।

ঠিক যখন আইএস জঙ্গি সংগঠন ইরাকের মসুলে নিজদের জমি হারাচ্ছে তখনই এই বিস্পোরণের ঘটনা সামনে আসে। যে মসুলকে শুন্নি মুসলিম জঙ্গি সংগঠন আইএস-এর আতুঁরঘর মনে করা হয়। পাশপাশি , সিরিয়াতেও পিছু হটছে আইএস ঘাঁটি।