For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াঘা সীমান্তের কাছে আত্মঘাতী হামলা, পাকিস্তানে নিহত ৫৫

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বোমা
লাহোর ও নয়াদিল্লি, ৩ নভেম্বর: আত্মঘাতী হামলায় প্রাণ হারালেন অন্তত ৫৫ জন। জখম কমপক্ষে ২০০ জন। রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে লাহোরের ওয়াঘা সীমান্তের কাছে একটি গাড়ি পার্কিংয়ের জায়গায়। ঘটনায় দায় স্বীকার করেছে আল কায়েদার সহযোগী গোষ্ঠী জানদুল্লা।

যে পাকিস্তান এক সময় সন্ত্রাসবাদীদের ঢালাও মদত দিয়েছে এবং এখনও সীমিতভাবে দিয়ে চলেছে, তারাই এখন সেই আঁচে ঝলসাচ্ছে। যতদিন ভারতে জঙ্গিরা রক্ত ঝরাত, ততদিন পাকিস্তান শুধু উল্লাসে ভেসেছে। এখন হাড়ে-হাড়ে টের পাচ্ছে সন্ত্রাসবাদের বিপদ!

পাকিস্তানি পুলিশের দাবি, ওয়াজিরিস্তানে এখন আল কায়েদা ও তালিবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত ১১০০ জঙ্গি নিহত হয়েছে। তার বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

কী হয়েছিল রবিবার সন্ধেবেলা? রোজ গোধূলিতে ওয়াঘা সীমান্তে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেয় ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীরা। তার পর জাতীয় পতাকা নামিয়ে বন্ধ করা হয় সীমান্তের দরজা। এ দিনও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। পাকিস্তানি রেঞ্জার্সরা পতাকা নামিয়ে ফিরছিলেন। সেই সময় ওয়াঘা সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে একটি গাড়ির পার্কিং এরিয়াতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মৃতরা অধিকাংশই সাধারণ মানুষ। নিহতের তালিকায় পাকিস্তানি রেঞ্জার্সের তিন অফিসারও রয়েছেন।

বিস্ফোরণের পর গোটা পাকিস্তান জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়। ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Terror attack in Pakistan near Wagah Border is shocking. I strongly condemn such a dastardly act of terrorism.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/528960828330868736">November 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Suicide attack near Wagha border in Lahore, 55 killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X