For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের কোভিড নয়া স্ট্রেনকে ভ্যাকসিন দিয়ে রোখা সম্ভব নয়, দাবি নতুন গবেষণায়

ব্রিটেনের কোভিড নয়া স্ট্রেনকে ভ্যাকসিন দিয়ে রোখা সম্ভব নয়, দাবি নতুন গবেষণায়

Google Oneindia Bengali News

দ্রুত ছড়িয়ে পরা করোনা ভাইরাস স্ট্রেন, যা প্রথমবার ডিসেম্বরে লক্ষ্য করা যায় ব্রিটেনে, তা একন নতুন রূপ ধারণ করেছে, যেটিকে ভ্যাকসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। সোমবার ইংল্যান্ডের জনস্বাস্থ্য এই রিপোর্ট জানিয়েছে। সর্বশেষ প্রমাণ হিসাবে এই নতুন করোনার প্রজাতি সারা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

ব্রিটেনের কোভিড নয়া স্ট্রেনকে ভ্যাকসিন দিয়ে রোখা সম্ভব নয়, দাবি নতুন গবেষণায়

করোনার এই প্রজাতি, যা বি.‌১.‌১.‌৭ হিসাবে পরিচিত, তা প্রথম প্রকাশ্যে আসে ডিসেম্বরে। গবেষকদের দৃঢ় ধারণা যে মাত্র ২ মাসের মধ্যে ব্রিটেনে খুব দ্রুত এটি ছড়িয়ে পড়েছে। টেস্ট টিউবগুলির পরীক্ষা-নিরীক্ষা থেকে বোঝা যায় যে এর কিছু পরিবর্তন করোনা ভাইরাস কোষগুলিকে আরও শক্তভাবে ধরে রাখে। ব্রিটেনে বি.‌১.‌১.‌৭ ধরা পরার পর এই প্রজাতির করোনা ভাইরাস ৭২টি দেশে ছড়িয়ে পড়ে। ২৯ ডিসেম্বর প্রথম ব্রিটেনে বি.‌১.‌১‌.‌৭ কেস ধরা পরেছিল। এরপর থেকে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ৩২টি দেশের ৪৬৭টি নমুনায় এই প্রজাতির ভাইরাসকে চিহ্নিত করে। সম্প্রতি এই ভাইরাস নিয়ে বিশ্লেষণে ইংল্যান্ডের জনস্বাস্থ্যের পরিসংখ্যানে উঠে এসেছে যে অন্য করোনা ভাইরাসের প্রজাতির চেয়ে এই নতুন স্ট্রেনের সংক্রমণ ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত উচ্চ। কিছু প্রাথমিক গবেষণার প্রমাণে দেখা গিয়েছে এটার জন্য অত্যাধিক মৃত্যও হতে পারে।

বেশ কিছু গবেষণার প্রমাণ বলছে যে বি.‌১.‌১.‌৭–এর বিরুদ্ধে ভ্যাকসিন কাজ দেবে। গত বৃহস্পতিবার ভ্যাকসিন প্রস্তুতকারক নোভাভ্যাক্স ঘোষণা করে যে ব্রিটিশ ট্রায়ালে দেখা গিয়েছে যে ভ্যাকসিন বি.‌১.‌১.‌৭–এ সুরক্ষা দিতে পারে তার কোনও প্রমাণ নেই। তবে দক্ষিণ আফ্রিকাতে যেখানে এই ভাইরীস বি.‌১.‌৩৫১ হিসাবে পরিচিত এবং আধিপত্য বিস্তার করেছে, সেখানে নোভাভ্যাক্স ও জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন উভয় ট্রায়ালেই কম কার্যকারিতা দেখিয়েছে। ৩১টি দেশে এখনও পর্যন্ত এই নয়া ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা ও মেরিল্যান্ডে এই নয়া স্ট্রেন দেখা গিয়েছে।

যদিও এই নয়া স্ট্রেন যখন নতুন কোনও হোস্টকে সংক্রমিত করে তখন সেই ভাইরাসের আরও নতুন রূপ বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। অধিকাংশ করোনা রূপ খুব একটা উদ্বেগের বিষয় নয়, তবে বিজ্ঞানীরা চিন্তা করেছেন যে পরিবর্তনের মাধ্যমে এই ভাইরাসের ইতিমধ্যে বিপজ্জনক রূপগুলি আরও ভয়ঙ্কর রূপে বিকশিত হতে পারে।

সোনার দাম বাজেটের পরদিনই হু হু করে পতনমুখী! ২ ফেব্রুয়ারি কলকাতায় দর একনজরে সোনার দাম বাজেটের পরদিনই হু হু করে পতনমুখী! ২ ফেব্রুয়ারি কলকাতায় দর একনজরে

English summary
It is difficult to prevent the rapid spread of Covid-19 new strain in Britain by vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X