For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাসোগ্গি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সৌদির যুবরাজের

সৌদির যুবরাজ নিজেই স্বীকার করে নিয়েছেন সাংবাদিক খাসোগ্গির হত্যাকাণ্ড তাঁর নজরদারিতেই হয়েছে।একটি তথ্যচিত্রে এমনই বিস্ফোরক কথা বলেছে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমান।

Google Oneindia Bengali News

সাংবাদিক খাসোগ্গির হত্যাকাণ্ডে হাত রয়েছে সৌদি আরবের যুবরাজের। এই জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। এবার সেই জল্পনায় ইতি টানলেন যুবরাজ নিজেই। সৌদির যুবরাজ নিজেই স্বীকার করে নিয়েছেন সাংবাদিক খাসোগ্গির হত্যাকাণ্ড তাঁর নজরদারিতেই হয়েছে। একটি তথ্যচিত্রে এমনই বিস্ফোরক কথা বলেছে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমান। যদিও সেই তথ্যচিত্র এখনও সম্প্রচারিত হয়নি। ১ অক্টোবর সম্প্রচারিত হওয়ার কথা। তার আগেই ফাঁস হয়ে গিয়েছে যুবরাজের স্বীকারোক্তি।

খাসোগ্গি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সৌদির যুবরাজের

২০১৮ সালের ২ অক্টোবর তুরষ্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসের ভেতরেই খুন হয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগ্গি। তারপরে তাঁর দেহের কোনও হদিশ পাওয়া যায়। পুরোটাই চক্রান্ত মূলক খুন দাবি করে তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর থেকে এই হত্যার ঘটনায় সৌদি আরবের যুবরাজের নাম উঠে এসেছে বারবার। কিন্তু এই নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি তিনি।
খাসোগ্গি একাধিকবার সৌদি যুবরাজের বিরুদ্ধে কথা লিখেছিলেন। তার মুখ বন্ধ করতেই পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল যুবরাজের বিরুদ্ধে। সেই ঘটনার পর কিন্তু এমবিএস একবারও আমেরিকা সফরে যাননি। এক বছর হতে চলল খাসোগ্গির হত্যাকাণ্ডের এখনও অধরা খুনিরা। তার মধ্যেই সৌদি যুবরাজের এই বিস্ফোরক স্বীকারোক্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সৌদির যুবরাজ ছাড়াও একাধিক উচ্চ পদস্থ আধিকারিক জড়িত রয়েছে বলে সূত্রের খবর।

English summary
Saudi crown prince said he bears responsibility for the killing of journalist Jamal Khashoggi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X