For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি আরব: অবিবাহিত যুগলেরাও এখন থেকে হোটেলে রুম নিয়ে থাকতে পারবেন

আগে বিদেশি যুগলদের সৌদি আরবে হোটেলে রুম ভাড়া নিতে গেলে বিয়ের প্রমাণ দিতে হত। অবিবাহিত যুগলদের বা একাকী নারীর হোটেল কামরা বুক করার কোন উপায় ছিলোনা।

  • By Bbc Bengali

দেশটি বিদেশি পর্যটক এবং বিনিয়োগকারীদের চোখে একটা তুলনামূলক নরম ইমেজ তৈরি করতে চাইছে।
Reuters
দেশটি বিদেশি পর্যটক এবং বিনিয়োগকারীদের চোখে একটা তুলনামূলক নরম ইমেজ তৈরি করতে চাইছে।

সৌদি আরবে এখন থেকে অবিবাহিত যুগলেরাও একসঙ্গে থাকার জন্য হোটেলের রুম ভাড়া করতে পারবেন।

নতুন একটি ভিসা প্রক্রিয়ায় এই ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী নারীরা এখন থেকে একলাও থাকতে পারবেন হোটেল রুমে।

আগের নিয়ম অনুযায়ী হোটেলের রুম ভাড়া নেয়ার জন্য দম্পতিদের প্রমাণ করতে হত যে তারা বিবাহিত বা আত্মীয়। সৌদি সরকার পর্যটন ব্যবসাকে উজ্জীবিত করার জন্য এই প্রচেষ্টা নিয়েছে বলে বলা হচ্ছে।

নতুন পরিবর্তন:

আগে যুগলেরা বিবাহিত কিনা সেটার কাগজপত্র দেখাতে বলা হত। কিন্তু সেই নিয়ম এখন বিদেশিদের জন্য শিথিল করা হয়েছে।

সৌদি আরবের ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, "সব সৌদি নাগরিকদের বলা হচ্ছে তাদের পরিবারের পরিচয় পত্র অথবা সম্পর্কের প্রমাণ পত্র নিয়ে যেতে হবে হোটেলে চেক-ইনের সময়"।

"এই নিয়ম বিদেশিদের জন্য প্রযোজ্য হবে না। পরিচয়পত্র দেখিয়ে সব নারী, সৌদি নারীরাসহ একা হোটেল ভাড়া নিতে পারবে এবং থাকবে পারবে"।

নতুন ভিসা নিয়মে বলা হয়েছে বিদেশি পর্যটকদের শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে হবে না। কিন্তু তারা আশা করছে পর্যটকরা মার্জিত পোষাক পরবে।

অ্যালকোহল নিষিদ্ধই থাকবে।

পরিবর্তনের কারণ:

পৃথিবীর বুকে দীর্ঘ সময় ধরে পর্যটকদের কাছে সৌদি আরব নানা বিধিনিষেধে পূর্ণ একটি দেশ।

এখন দেশটি বিদেশি পর্যটক এবং বিনিয়োগকারীদের চোখে একটা তুলনামূলক নমনীয় ইমেজ তৈরি করতে চাইছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান রক্ষণশীল এই দেশে সম্প্রতি বেশ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছেন।

সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানো নিষেধ ছিল
AFP
সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানো নিষেধ ছিল

তারমধ্যে নারীদের গাড়ী চালাতে দেয়া এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণের অনুমতির বিষয় রয়েছে।

কিন্তু সাংবাদিক জামাল খাসোগজির বহুল বিতর্কিত হত্যাকাণ্ডের ফলে এসব পরিবর্তন ধামাচাপা পড়ে গেছে।

দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র ট্রাভেল এডিটর বলেছেন, ভিসা প্রক্রিয়া শিথিল করার ফলে সৌদি আরবে পর্যটক বা মানুষের ট্রাভেল করার সংখ্যা বাড়তে পারে।

"সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য কূটনৈতিক বিষয়াদি বিশাল আকারে সহজ করার ফলে তাৎক্ষণিক পর্যটকের সংখ্যা বাড়িয়ে দিতে পারে, আমার মনে হয় যাদের আরব বিশ্ব এবং ঐতিহ্য সম্পর্কে আগ্রহ আছে তারা আগ্রহ দেখাবে প্রাথমিকভাবে", তিনি বিবিসি কে বলেন।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

যুবলীগ নেতা সম্রাট অবশেষে গ্রেপ্তার

'মানবিক কারণে' ভারতকে ফেনীর পানি দিল বাংলাদেশ

পেঁয়াজ যেভাবে ভারতের রাজনীতিবিদদের কাঁদাচ্ছে

English summary
Saudi Arabia: Un married couples can stay in hotel rooms from now on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X