For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাংসদ থেকে প্রাক্তন সুন্দরী, দেশকে বাঁচাতে রাশিয়ার বিরুদ্ধে হাতে অস্ত্র তুললেন ইউক্রেনের মহিলারা

সাংসদ থেকে প্রাক্তন সুন্দরী, দেশকে বাঁচাতে রাশিয়ার বিরুদ্ধে হাতে অস্ত্র তুললেন ইউক্রেনের মহিলারা

Google Oneindia Bengali News

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। নিজেদের দেশকে রক্ষা করতে সেনার পাশাপাশি হাতে অস্ত্র তুলে নিয়েছেন সাধারণ নাগরিকরাও। রাজনীতিবিদ থেকে শুরু করে বিউটি কুইন, সারা দেশের মহিলারা ইউক্রেনের প্রতিরক্ষায় নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছেন।

বিদেশীদের এই যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান

বিদেশীদের এই যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে কথা বলতে গিয়ে ইউক্রেনের সাংসদ কিরা রুডিক রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীগুলিকে সংগঠিত করার বিষয়ে কথা বলেছেন। অন্যদিকে, সাংসদ লেসিয়া ভ্যাসিলেনকো ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচাতে বিদেশি শক্তিগুলিকে আহ্বান জানিয়েছেন যোগ দেওয়ার জন্য। লেসিয়া বলেন, '‌আমরা সম্পূর্ণ যুদ্ধের দেশ। আপনাকে প্রশিক্ষণ এবং পাঠ দেওয়ার জন্য কারও কাছে সময় নেই। সকলেই তাঁদের কাজ নিয়ে ব্যস্ত।'‌ আসলে ইউক্রেনের সাংসদপি ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষার আন্তর্জাতিক বাহিনীকে উল্লেখ করেছেন, যেটি বিদেশীদের একটি পৃথক ইউনিট যা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে যোগ দিতে ইচ্ছুকদের জন্য গঠিত হচ্ছে। লেসিয়া আরও বলেন, '‌আমরা আন্তর্জাতিক আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনে গঠন করছি, ইউক্রেনের এই লড়াইতে যদি আপনি যোগ দিতে চান তবে আপনাকে ইউক্রেনের দূতাবাস থেকে নিজেদের দেশের হয়ে সাইন আপ করতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের মহিলা-পুরুষদের সঙ্গে সকলকে দাঁড়ানোর আহ্বান করা হচ্ছে এবং আমাদের বিশ্বের সবচেয়ে বড় আগ্রাসী থেকে পরিত্রাণ পেতে এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করুন।'‌

 ভাইরাল রুডিকের ছবি

ভাইরাল রুডিকের ছবি

ইউক্রেনের মহিলারা লড়াইতে যোগ দিয়েছেন তার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। এর আগে ইউক্রেন সংসদের সদস্য কিরা রুডিকের হাতে বন্দুক ধরে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিটি ভাইরাল হওয়ার পর সাংসদ টুইট করে বলেছেন যে, '‌আমি শিখেছি কীভাবে কালাশনিকভ ব্যবহার করতে হয়। এটা খুবই বাস্তব মনে হয় কারণ কয়েকদিন আগে এটা আমার মাথায় আসেনি । ইউক্রেনের পুরুষদের মতো আমাদের নারীরাও দেশের মাটি রক্ষা করবে।' শনিবার এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিরা রুডিক ববলেন, '‌কালাশনিকভ ধরার পর আমি‌ আশা পেয়েছি।'‌ তিনি বলেন, '‌যুদ্ধ শুরু হওয়ার পর আমি খুব ক্ষুব্ধ হয়েছিলাম। আমি এখনও রেগে রয়েছি। আমি এখনও বুঝতে পারছি না প্রতিবেশী দেশ (‌রাশিয়া)‌ এবং পুতিন কীভাবে ইউক্রেনের অস্তিত্বের অধিকারকে অস্বীকার করতে পারে এবং আমি খুবই ক্ষুব্ধ যে আমাকে আমার শহর ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে এবং আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং আমরা সবাই হুমকির মুখে পড়েছি কারণ পাগল একনায়ক আমাদের তাই বলছে।'‌

 রুশ সেনাকে পিছু হটতে হবে

রুশ সেনাকে পিছু হটতে হবে

কিয়ারা রুডিক বলেন, '‌আমি আমার পরিবারকে সুরক্ষিত করছি এবং আমি সেই প্রতিরোধ গোষ্ঠীকে সংগঠিত করছি, যাতে আমাদের রাস্তায় আমরা রাশিয়ার বিরুদ্ধে লড়তে পারি এবং রুশেরা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে পারে। ইউক্রেন একটি স্বাধীন দেশ এবং যাই হোক না কেন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। কারণ আমি চাই আমার সন্তানরা ইউক্রেনে বসবাস করুক, যেটা আমি গঠন করেছি, ভ্লাদিমির পুতিন নয়।'

হাতে অস্ত্র তুললেন প্রাক্তন সুন্দরী

হাতে অস্ত্র তুললেন প্রাক্তন সুন্দরী

ইউক্রেনের সাংসদের ছবি ভাইরাল হওয়ার পর এবার প্রাক্তন বিউটি কুইন রাশিয়ার বিরুদ্ধে লড়তে দেশের পাশে দাঁড়িয়েছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সৌন্দর্যের পরোয়া না করে হাতে তিনিও তুলে নিয়েছেন অস্ত্র। ‌অ্যানাস্তাসিলা লেনা, যিনি ২০১৫ সালে মিস গ্র‌্যান্ড আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ইউক্রেনের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি নিজের মুকুট খুলে রেখে নিজের দেশকে বাঁচাতে এগিয়ে এসেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা গিয়েছে, অস্ত্র হাতে তাঁর বেশ কিছু ছবি।

 দেশকে বাঁচাতে মরিয়া সাধারণ নাগরিক

দেশকে বাঁচাতে মরিয়া সাধারণ নাগরিক

এগুলি হল মাত্র কিছু নমুনা। কিয়েভে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনের সাধারণ নাগরিকরা হাতে অস্ত্র তুলে নিয়েছেন এবং রাশিয়ার আগ্রাসন থেকে দেশকে বাঁচানো তাঁদের দায়িত্ব ও কর্তব্য বলেই মনে করছেন সকলে। প্রসঙ্গত, ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছেন। কিয়েভে প্রেসিডেন্ট নিজেই সেনাবাহিনীকে নির্দেশনা দিচ্ছেন। কিন্তু এরই মধ্যে ইউক্রেনের বিপুল সংখ্যক নাগরিকও দেশ ছেড়ে চলে গিয়েছেন।

English summary
russia ukraine war ukrainian women take up arms to save the country from russian forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X