For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কি মস্কোয় অতিথি হয়ে যাবেন ট্রাম্প! পুতিনের আমন্ত্রণে জল্পনা তুঙ্গে

নতুন করে জল্পনা তৈরি হয়েছে ট্রাম্প-পুতিন বৈঠকের। কারণ পুতিন ইতিমধ্যে ট্রাম্পকে মস্কোয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

সম্পর্কের শৈত্য কাটিয়ে এই মাসের শুরুতে ঐতিহাসিক বৈঠক হয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তারপর থেকেই দুই প্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রপ্রধান বারবার খবরের শিরোনামে এসেছেন। বিশেষ করে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গ ও রাশিয়ার প্রতি ট্রাম্পের নরম মনোভাব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

এবার কি মস্কোয় অতিথি হয়ে যাবেন ট্রাম্প! পুতিনের আমন্ত্রণে জল্পনা তুঙ্গে

আবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে ট্রাম্প-পুতিন বৈঠকের। কারণ পুতিন ইতিমধ্যে ট্রাম্পকে মস্কোয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সুস্থ পরিবেশে আলাপ-আলোচনা প্রয়োজন। ফলে এই মাসের শুরুতে হেলসিঙ্কির পর মস্কোয় বৈঠক হতে কোনও অসুবিধা নেই বলে পুতিন জানিয়েছেন। এজন্য তিনি ট্রাম্পকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গিয়েছে।

এদিকে হোয়াইট হাউসের তরফেও ইতিবাচকতা দেখানো হয়েছে। বলা বয়েছে, দুই দেশের সম্পর্ক ঠিক করতে দায়বদ্ধ ট্রাম্প। ফলে রাশিয়া উড়ে গিয়ে তিনি বৈঠকে অবশ্যই যোগ দেওয়ার কথা ভাবনা-চিন্তা করেছেন। এমনকী পুতিন ওয়াশিংটন আসুন, সেটাও ট্রাম্প চাইছেন।

[আরও পড়ুন: পাকিস্তানে কি ফের পুনর্নির্বাচন! বিরোধীদের নতুন দাবি ঘিরে শোরগোল][আরও পড়ুন: পাকিস্তানে কি ফের পুনর্নির্বাচন! বিরোধীদের নতুন দাবি ঘিরে শোরগোল]

ট্রাম্পও নিজে পুতিনকে নিজের দেশে আমন্ত্রণ জানাতে চাইছেন। এদিকে চাইছেন পুতিনও তাঁকে মস্কোয় আমন্ত্রণ জানান। যদিও তার আগে ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপগত বিবাদ মিটে যাক সেটাই সকলে চাইছেন। তাছাড়া দুই রাষ্ট্রনেতার বৈঠকে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেজন্যও সকলে ভেবে পথ চলতে চাইছেন। তাই ট্রাম্প-পুতিন চাইলেও কবে ফের দুই নেতা বৈঠকে মিলিত হবেন তা নিশ্চিত করে এখনই কেউ বলতে পারছেন না।

[আরও পড়ুন:ইমরান খানের স্বপ্নের পাকিস্তানে নতুন 'জঙ্গি অ্যাকাডেমি' গড়ছে জঈশ-ই-মহম্মদ][আরও পড়ুন:ইমরান খানের স্বপ্নের পাকিস্তানে নতুন 'জঙ্গি অ্যাকাডেমি' গড়ছে জঈশ-ই-মহম্মদ]

English summary
Russia President Vladimir Putin invites USA President Donald Trump in Moscow for bilateral meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X