For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টাতে হবে ভোটের ফল! গর্ভনরের পর জর্জিয়ার নির্বাচনী প্রধানকে হুমকি ফোন ট্রাম্পের

ভোটের ফল বদলাতে গর্ভনরের পর জর্জিয়ার নির্বাচনী প্রধানকে হুশিয়ারী ট্রাম্পের

  • |
Google Oneindia Bengali News

ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে দাঁড়িয়েও পরজয়ের আক্ষেপকে কিছুতেই যেন বাগে আনতে পারছেন না বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিকে সম্প্রতি ভোটের ফল পাল্টানোর জন্য জর্জিয়া, অ্যারিজোনার গভর্নরকে চাপ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যা নিয়ে দেশজোড়া সমালোচনার মুখেও পড়েন তিনি। এমতাস্থায় এবার জয় লাভের জন্য জর্জিয়ার নির্বাচন কর্মকর্তাকে ভোট 'খুঁজে এনে দিতে' বললেন ট্রাম্প।

ভোট খুঁজে বের করার নির্দেশ ট্রাম্পের

ভোট খুঁজে বের করার নির্দেশ ট্রাম্পের

সম্প্রতি জর্জিয়ার রিপাবলিকান সচিব তথা জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপার্জারের সঙ্গে ট্রাম্পের একটি ফোনালাপ বাইরে চলে আসে। আর তারপর থেকেই ক্রমেই বাড়ছে বিতর্ক। সূত্রের খবর, ওই ফোনালাপেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে জর্জিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে পর্যাপ্ত ভোট খুঁজে বের করে দিতে বলেছিলেন ট্রাম্প। দিয়েছিলেন একাধিক হুশিয়ারিও।

ভোট গণনায় কারচুপির অভিযোগে শুরু থেকেই সরব ট্রাম্প

ভোট গণনায় কারচুপির অভিযোগে শুরু থেকেই সরব ট্রাম্প

প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে বাইডেন শিবিরের কাছে কার্যত ধরাশায়ী হয় ট্রাম্পের রিপাবলিকান পার্টি। সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী, জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২৩২টি। যদিও গোটা গণনা প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে শুরু থেকেই সু চড়িয়েছেন ট্রাম্প। এমনকী আদালতেরও দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনও ক্ষেত্রেই বিশেষ সুবিধা করতে পারেনি ট্রাম্প।

ট্রাম্পের ফোনালাপ প্রকাশ্যে এসে যাওয়ায় অস্বস্তিতে রিপাবলিকান শিবির

ট্রাম্পের ফোনালাপ প্রকাশ্যে এসে যাওয়ায় অস্বস্তিতে রিপাবলিকান শিবির

এমতবস্থায় ব্র্যাড রাফেনসপার্জারের ট্রাম্পের ফোনালাপ সামনে এসে যাওয়ায় ফের অস্বস্তিতে রিপাবলিকান শিবির। ওই ফোনালাপেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ট্রাম্প বলছিলেন, ‘আমি শুধু চাইছি ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করতে। এর জন্য তুমি যা খুশি করো।' পুনরায় ভোট গণনা করা করে ‘ভোট পাওয়া গেছে' বলার মধ্যে কোনো ‘ভুল নেই' বলে ওব্র্যাড রাফেনসপারজারকে টেলিফোনে বলেছেন ট্রাম্প। এমনকী আসল ভোটে তিনিই জমিতেছেন বলেও হুঙ্কার দেন ট্রাম্প।

কেমন ছিল জর্জিয়ার ভোটের সমীকরণ ?

কেমন ছিল জর্জিয়ার ভোটের সমীকরণ ?

অন্যদিকে শুরু থেকেই ভোট প্রক্রিয়ায় কোনও গাফিলতি নেই বলে দাবি করে আসছিলেন রাফেনসপার্জার। তবুও নাছোড়বান্দা ট্রাম্প সে কথা শুনতে নারাজ ছিলেন। এদিকে ঘোষিত ফলাফল অনুযায়ী জর্জিয়াতে জো বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৭৩ হাজার ৬৩৩টি ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৬১ হাজার ৮৫৪টি ভোট। অর্থাৎ, ট্রাম্প ১১ হাজার ৭৭৯ ভোটে পিছিয়ে আছেন। তাই এই রাজ্যেকে পাখির চোখ করেই শুরু থেকেই পুনির্বাচনের দাবি করে আসছিলেন ট্রাম্প।

একুশের ভোটে বিজেপিকে জেতাতে অমিত শাহের ভরসা এক 'সাংবাদিক'! তামিল রাজনীতির বুকে 'চাণক্য' এর কোন স্ট্র্যাটেজিএকুশের ভোটে বিজেপিকে জেতাতে অমিত শাহের ভরসা এক 'সাংবাদিক'! তামিল রাজনীতির বুকে 'চাণক্য' এর কোন স্ট্র্যাটেজি

English summary
Donald Trump warns Georgia's election chief after governor to change vote results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X