For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের 'মিশন শক্তি'-তে রাতের ঘুম ছুটেছে পাকিস্তানের, কী বলছে চিন

এদিন ক্ষেপণাস্ত্র দিয়ে মহাকাশে নিজেদেরই কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে ভারত। যে ক্ষমতা এখন পৃথিবীতে মাত্র চারটে দেশের রয়েছে রয়েছে। তার মধ্যে ভারত অন্যতম।

  • |
Google Oneindia Bengali News

এদিন ক্ষেপণাস্ত্র দিয়ে মহাকাশে নিজেদেরই কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে ভারত। যে ক্ষমতা এখন পৃথিবীতে মাত্র চারটে দেশের রয়েছে রয়েছে। তার মধ্যে ভারত অন্যতম। আর এই ঘটনায় পাকিস্তান ও চিন নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। চিন আশা প্রকাশ করেছে যে সব মহাকাশে দেশ শান্তি বজায় রাখবে। সেখানে পাকিস্তানের বক্তব্য, সব দেশের মহাকাশ প্রযুক্তিকে আর্থ-সামাজিক উন্নয়নে কাজে ব্যবহার করা উচিত।

ভারতের মিশন শক্তি-তে রাতের ঘুম ছুটেছে পাকিস্তানের

পাকিস্তান আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানিয়েছে যাতে সকলে মিলে একযোগে ভারতের এই মহাকাশে শক্তিপ্রয়োগের নিন্দা করে। এবং মহাকাশে সামরিক আস্ফালন দেখানোর আন্তর্জাতিক আইন আরও কড়া করারও আহ্বান জানিয়েছে পাকিস্তান।

ইমরান খানের সরকার জানিয়েছে, পাকিস্তান মহাকাশে সামরিক শক্তি দেখানোর বিপক্ষে। মহাকাশে সব ধরনের আস্ফালন দেখানোর প্রচেষ্টা সব দেশের বন্ধ করা উচিত।

এদিকে চিনের বিদেশ মন্ত্রক বলেছে, এই ঘটনা আমাদের নজরে এসেছে এবং আশা করছি সব দেশ মহাকাশে শান্তি বজায় রাখবে। চিন খুব বেশি করে ভারতের সমালোচনা করতে পারছে না কারণ ২০০৭ সালের জানুয়ারি মাসে চিনও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। অকেজো একটি পরিবেশের খোঁজ দেওয়া উপগ্রহকে ধ্বংস করেছিল।

English summary
Pakistan urges world to slam India, China calls for peace after India's Mission Shakti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X