For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে ঘনিয়ে আসছে তবলিঘি-সংকট! করোনার প্রাদুর্ভাব নিয়ে লাহোর ঘিরে তৎপরতা

  • |
Google Oneindia Bengali News

শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার একাধিক দেশেই তবলিঘি সংকট দেখা দিতে শুরু করেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার পর, পাকিস্তানেও তবলিঘি ঘিরে করোনার প্রবল সংকট দেখা দিতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তৎপরতা শুরু হয়েছে পাকিস্তানে।

পাকিস্তানে তবলিঘি কাঁটা!

পাকিস্তানে তবলিঘি কাঁটা!

পাকিস্তানে লকডাউনের শুরুর আগে থেকেই তবলিঘিয় ধর্মীয় সভা লাহোরের রাইউইন্ডি এলাকায় শুরু হয়। দেশের প্রায় ৭০ হাজার মানুষ সেখানে যোগ দেন। ছিলেন বিদেশীরও। এবার এই সদস্যদের খোঁজ পাকিস্তানে শুরু হয়ে গিয়েছে।

ভারতের মতোই পাকিস্তানের পরিস্থিতি!

ভারতের মতোই পাকিস্তানের পরিস্থিতি!

জানা গিয়েছে, ভারতে যেভাবে বিদেশ থেকে তবলিঘি সদস্যরা এসেছেন, পাকিস্তানেও ৩ হাজার বিদেশী সদস্য এসে গা ঢাকা দিয়ে রয়ে গিয়েছেন। কারণে পাকিস্তানও আন্তর্জাতিক উড়ান বন্ধ রেখেছে। এই ঘটনার পর থেকে পাকিস্তানের রাইউইন্ডি সম্পূর্ণ লকডাউনে রয়েছে। সেখানে প্রচুর জামাত সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।

৩৬ জেলায় কোয়ারেন্টাইনে মানুষ

৩৬ জেলায় কোয়ারেন্টাইনে মানুষ

পাকিস্তানের পাঞ্জাবের ৩৬ জেলায় আপাতত কোয়েরান্টাইেন রাখা হয়েছে বাসিন্দাদের। সেখানের ১০২৬৩ জন তবলিঘির অনুষ্ঠানে যোগ দেন। এঁদের মধ্যে ৫৩৯ জনকে কোভিড ১৯ পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে। যা থেকে আতঙ্ক দ্বিগুণ হতে শুরু করেছে।

 মালয়েশিয়া-ইন্দোনেশিয়া আক্রান্ত!

মালয়েশিয়া-ইন্দোনেশিয়া আক্রান্ত!

এশিয়ার বাকি দেশগুলির মধ্যে তবলিঘির ব্যাপক প্রভাব পড়েছে মালয়েশিয়ায়। সেদেশের ৩৫০০ জন কোভিড আক্রান্তের মধ্যে দেড় হাজার জনই করোনায় আক্রান্ত। ইন্দোনেশিয়াতেও তবলিঘির করোনা আক্রান্তের সংখ্যা প্রবল হারে বেড়েছে।

English summary
Pakistan races to trace Lahore Tablighi event attendees to contain Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X