For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানের কাছে স্মার্ট বম্ব আছে, ভারতকে ২২ টুকরো করে দেব'! হুঙ্কার পাক রেলমন্ত্রী রশিদের

'পাকিস্তানের কাছে স্মার্ট বম্ব আছে, ভারতকে ২২ টুকরো করে দেব'!

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা যেদিন থেকে তোলা হয়েছে, পাাকিস্তানের তরফে কার্যত সেই সময় থেকেই আসতে শুরু করেছে পরমাণু যুদ্ধের হুমকি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও বিভিন্ন সময়ে ভারত -পাকিস্তানের যুদ্ধ নিয়ে নানান উস্কানিমূলক বার্তা দিয়েছেন। পাশাপাশি, পাক প্রধানমন্ত্রীর তরফেই এসেছে পরমাণু যুদ্ধের হুমকি। এমন পরিস্থিতিতে , একাধিকবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানি রেলমন্ত্রী শেখ রাশিদের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এদিন ফের একবার খবরে এসেছেন সেদেশের রেলমন্ত্রী শেখ রশিদ। এবার প্রসঙ্গ 'স্মার্ট বম্ব'।

'স্মার্ট বম্ব আছে আমাদের কাছে..'

'স্মার্ট বম্ব আছে আমাদের কাছে..'

ভারতের বিরুদ্ধে একের পর এক তোপ ক্রমেই দেগে চলেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। পাকিস্তানের এক জনসভায় তিনি দাবি তোলেন যে, পাকিস্তানের কাছে ১২৫ থেকে ২৫০ গ্রামের হালকা ওজমের অ্যাটম বম্ব আছে। আর এই স্মার্ট বম্বগুলি নির্দিষ্ট জায়গাকে নিশানা করে ছোড়া সম্ভব।

ভারতকে হুমকি

জনসভায় রাশিদ বলেন, ' রাষ্ট্র সংঘের রেজোলিউশন অনুযায়ী, কাশ্মীর ইস্যুতে সমাধানের রাস্তায় ভারত এক কদম এগিয়ে গেলে তবেই আলোচনা সম্ভব। ' এরপর থেকেই যুদ্ধের হুমকি দিতে শুরু করেন শেখ রশিদ। তিনি বলেন, ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের রাস্তা থেকে সরে যাওয়া। নয়তো যুদ্ধ হলে ভারতকে পাকিস্তান ২২ টুকরো করে দেবে বলে হুঙ্কার দেন শেখ রশিদ।

এর আগে মোদীর নাম বলতেই যা হয়েছিল রশিদের!

এর আগে , পাকিস্তানে 'কাশ্মীর আওয়ার' পালনের সময়, এক জনসভায় বক্তব্য রাখছিলেন শেখ রশিদ। আর সেই বক্তব্যের সময় পাকিস্তানি মন্ত্রী রশিদ , মোদীর নাম নিতেই মাইকের বিদ্যুতে তাঁর 'শক' লেগে যায়। যা নিয়ে তুমুল ট্রোল হয় সোশ্যাল মিডিয়ায়।

English summary
Pakistan has smart Bombs and will cut India Into 22 parts, says Sheikh Rashid .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X