For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চূড়ান্ত রাজনৈতিক সঙ্কটেও অত্যাধুনিক Shaheen III পরীক্ষা করে পাকিস্তান! বার্তা দেন ইমরানও

মধ্যরাতে চূড়ান্ত নাটক! একেবারে টানটান উত্তেজনা। যদিও নাটকের যবনিকা পড়ে ইমরানের খানের পদত্যাগের মধ্যে দিয়ে। কিন্তু দেশে যখন চূড়ান্ত রাজনৈতিক জটিলতা আর সেই সময়ে অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা করে পাকিস্তান সেনা।

  • |
Google Oneindia Bengali News

মধ্যরাতে চূড়ান্ত নাটক! একেবারে টানটান উত্তেজনা। যদিও নাটকের যবনিকা পড়ে ইমরানের খানের পদত্যাগের মধ্যে দিয়ে। কিন্তু দেশে যখন চূড়ান্ত রাজনৈতিক জটিলতা আর সেই সময়ে অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা করে পাকিস্তান সেনা।

শনিবার ভূমি থেকে ভূমিতে আঘাত করতে পারে এমন অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা করে পাকিস্তান সেনা। পাকিস্তানের অস্ত্রভান্ডারে যুক্ত হতে চলা নয়া এই মিসাইলের নাম Ballistic Missile Shaheen III।

বার্তা দিলেন ইমরান খান

বার্তা দিলেন ইমরান খান

একদিকে যখন দেশের রাজনীতিতে একটা কঠিন পরিস্থিতি চলছে তখন পাকিস্তান সেনার তরফে এহেন মিসাইলের পরীক্ষা করা হয়। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। বিশেষ বার্তা দিতেই কি এই মিসাইলের পরীক্ষা করা হয় পাকিস্তান সেনার তরফে? যদিও সিংহাসনচ্যুত হওয়ার আগে পাকিস্তানের সেনার এই কর্মকাণ্ডকে স্যালুট জানিয়েছেন ইমরান। একই সঙ্গে পাকসেনাকে এই মিসাইলের সফল পরীক্ষার জন্যে জানিয়েছেন শুভেচ্ছাও।

ভারতের একাধিক শহর এই মিসাইলের আওতায়

ভারতের একাধিক শহর এই মিসাইলের আওতায়

জানা গিয়েছে, এই মিসাইল ২,৭৫০ কিমি দূরে থাকা যে কোনও লক্ষ্যকে মুহূর্তে ধ্বংস করতে পারে শাহিন তিন। তাৎপর্যপূর্ণ ভাবে ভারতের একাধিক শহর এই মিসাইলের আওতায় চলে এসেছে বলে জানাচ্ছে সামরিক পর্যবেক্ষকরা। পাকসেনার তরফে এক বার্তায় জানানো হয়েছে, প্রযুক্তিগত ভাবে আরও উন্নত শাহিন তিন সাফল্যের সঙ্গে টার্গেটে আঘাত করেছে। অন্যদিকে এই মিসাইলে Post-Separation Altitude Correction (PSAC) system-ব্যবহার হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রথমবার ২০১৫ সালে পরীক্ষা করা হয়

প্রথমবার ২০১৫ সালে পরীক্ষা করা হয়

এই মিসাইল প্রথমবার ২০১৫ সালে পরীক্ষা করা হয়। গত বছর পাকিস্তান সেনা একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ মিসাইলের আরও অত্যাধুনিক ভার্সন মিসাইলের পরীক্ষা করে। বছর ঘুরতে না ঘুরতেই পরমানু বোমাবহনে সক্ষম এই শাহিন তিন পরীক্ষা করল পাক সেনা। নয়া এই মিসাইল যে কোনও পরিবেশে এবং পরিস্থিতিতে ব্যবহার করা যায় বলেও জানানো হয়েছে পাকসেনার তরফে।

উচ্ছ্বসিত পাকসেনা

উচ্ছ্বসিত পাকসেনা

Shaheen III সফল পরীক্ষার পর উচ্ছ্বসিত পাকসেনা। অত্যাধুনিক এই মিসাইল পরীক্ষার জন্যে পাকিস্তানের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানিয়েছেন সে দেশের সেনাবাহিনীর আধিকারিকরা। এমনকি রাষ্ট্রপতি সহ অন্যান্যরাও স্যালুট জানিয়েছেন। পাকসেনার তরফে এক বারতায় জানানো হয়েছে যে, এই মিসাইলের পরীক্ষা যুদ্ধক্ষেত্রে আরও একধাপ এগিয়ে রাখবে পাকিস্তানকে।

হারতে হয় ইমরান খানকে

হারতে হয় ইমরান খানকে

চূড়ান্ত নাটকের পর মধ্যরাত পেরিয়ে শেষ অবধি আস্থা ভোট হয় পাকিস্তানের জাতীয় সংসদে। এবং প্রত্যাশামতোই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভোটাভুটিতে হেরে পাকাপাকিভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হল তেহরিক ই ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানকে।

সরকারের বিপক্ষে ১৭৪টি ভোট পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই বিরোধীরাই এবার সরকার গড়বে। এবং সেই সরকার শাহবাজ শরিফের নেতৃত্বে গঠিত হবে বলেই স্পষ্ট হয়ে গিয়েছে।

English summary
pakistan army successfully test fired Ballistic Missile Shaheen III
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X