For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে গালি দেওয়া পাক মন্ত্রী মোদীর নাম নিতেই খেলেন 'বিদ্যুতের শক'! ভাইরাল ভিডিও

ফের একবার খবরে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ। কয়েকদিন আগে তিনি ভারতকে হুমকি দিয়ে দাবি করেছিলেন , এবছরের অক্টোবর নাগাদই ভারত পাকিস্তানের যুদ্ধ হবে। যদিও তার বিন্দুমাত্র তোয়াক্কা করেনি ভারত।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার খবরের শিরোনামে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ। কয়েকদিন আগে তিনি ভারতকে হুমকি দিয়ে দাবি করেছিলেন , এবছরের অক্টোবর নাগাদই ভারত পাকিস্তানের যুদ্ধ হবে। যদিও তার বিন্দুমাত্র তোয়াক্কা করেনি ভারত। এবার পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ খান উঠে এলেন ট্রোলের নিশানায়। প্রসঙ্গ আবার ভারত, তথা এদেশের প্রধানমন্ত্রী মোদী!

মোদীর নাম নিতেই পাক মন্ত্রীর দেহে খেলে গেল বিদ্যুৎ! ভাইরাল ভিডিও

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে ক্রমাগত সরব হয়েছেন পাক রেলমন্ত্রী শেখ রশিদ। কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধিতায় গলা ফাটাতে গিয়ে অবশ্য এই পাক মন্ত্রী ঘটিয়ে ফেলেছেন এক কাণ্ড! এদিন 'কাশ্মীর আওয়ার' পালিত হয় গোটা পাকিস্তান জুড়ে।পাকিস্তানের রাস্তায় নেমে পাক রেলমন্ত্রী যখন ভারতের বিরুদ্ধে উচ্চস্বরে তোপ দাগতে যাবেন তখনই ঘটে যায় আজব ঘটনাটি। বক্তব্য রাখার সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিতেই হাতে থাকা মাইকের বিদ্যুতে 'শক' খেয়ে যান শেখ রশিদ! ঘটনার ব্যাপক হতচকিত হয়ে যান তিনি। আর এসব চলাকালীন গোটা ঘটনা ভিডিও বন্দি হয়ে তা পৌঁছে যায় নেট দুনিয়ায়। তারপর যা হওয়ার তাই হল! এই নিয়ে চরম ট্রোল, খিল্লি, মশকরা, জোকস ট্রেন্ড করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার কয়েকদিন বাদেই পাক প্রধানমন্ত্রীর দফতরের ইলেকট্রিক বিল না মেটানোয় , বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ইমরানের দফতর। যা নিয়েও ট্রোলের অন্ত নেই নেটে। এবার নতুন করে খোরাক হলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ ।

English summary
Pak Railway Minister Sheikh Rashid gets shock while taking Modi's name .Pak Railway Minister Sheikh Rashid has emerged as a leading comic relief post the abrogation of Article 370, standing apart for his outrageous claims despite a plethora of inane comments from his colleagues including his PM and President.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X