For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ৬০ টি দেশে ছড়াল করোনা ভাইরাস, আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি

বিশ্বের ৬০ টি দেশে ছড়াল করোনা ভাইরাস, আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে ইতিমধ্যেই বিশ্বের ৬০ টি দেশে হানা দিয়েছে। সারা বিশ্বে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ৩ হাজার। পশ্চিম ইউরোপে এই ভাইরাসের হানায় ত্রস্ত। ফ্রান্স তাদের বিশ্ব বিখ্যাত মিউজিয়াম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এই ভাইরাস হানার শঙ্কায়। ইউরোপ তাদের পর্যটন শিল্পে প্রভাব পড়ার আশঙ্কায় ভুগছে।

 সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার

সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার

ডিসেম্বরে চিনে শুরু হলেও করোনা ভাইরাস এখন আর চিনের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৮ হাজার। রাষ্ট্র সংঘের তরফ থেকে ১৫ মিলিয়ন ডলার সাহায্যের কথা জানানো হয়েছে এই ভাইরাসে বিরুদ্ধে লড়াই করতে।

নতুন নতুন দেশে ছড়াচ্ছে ভাইরাস

নতুন নতুন দেশে ছড়াচ্ছে ভাইরাস

অস্ট্রেলিয়া, থাইল্যান্ড থেকে এই ভাইরাসের আক্রমণে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও ডোমিনিকান রিপাবলিক এবং চেক প্রজাতন্ত্রে প্রথম আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ইরান, ইরাক, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

ইউরোপে ছড়াচ্ছে করোনা ভাইরাস

ইউরোপে ছড়াচ্ছে করোনা ভাইরাস

২৪ ঘন্টায় ইতালিকে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১৬৯৪-এ। আরও ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা সেখানে ৩৪। অন্যদিকে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১৩০। একদিন আগেই সংখ্যাটা ছিল ৩০-এ। মৃতের সংখ্যা দুই। আমেরিকা তরফ থেকে ইউরোপের এই দুই দেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পর্যটন শিল্পে প্রভাব

পর্যটন শিল্পে প্রভাব

ইতালির অর্থনীতিতে ১৩ শতাংশ জায়গা করে নিয়েছে পর্যটন শিল্প। সারা বিশ্ব থকে মিউজিয়াম এবং পুরাতত্ব দেখতেই সেখানে ভিড় জমান অনেকে। প্রত্যেক বছর প্রায় ৫৬ লক্ষ আমেরিকাবাসী সেখানে যান। যা সেদেশের বিদেশি পর্যটকদের ৯ শতাংশের মতো।

 আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে চিনে

আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে চিনে

চিনে প্রায় দুমাস আগে করোনা ভাইরাস প্রথম ধরা পড়ে। রবিবার সেখানে আক্রান্তের সংখ্যা আগের ২৪ ঘন্টার থেকে কিছুটা বেড়েছে । গত পাঁচ দিনে রবিবার প্রথম আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে হয়েছে ৫৭৩। পাশাপাশি ৪২ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

English summary
Number of countries hit by the virus climbs to 60 and death toll reaches world wide to 3000. There are 573 more people infected with Coronavirus in China.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X