For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিল থেকেই দেশে ঢুকছে নয়া করোনা স্ট্রেন! আশঙ্কার কথা শোনাচ্ছে জাপান

ব্রাজিল থেকে আমদানি হচ্ছে নবরূপে অভিযোজিত করোনা, বলছে জাপান

  • |
Google Oneindia Bengali News

করোনার নতুন স্ট্রেন হোক বা ভ্যাকসিনের সমবন্টন, মোটের উপর শুধু মহামারীকে ঘিরেই সরগরম বিশ্বের রাজনীতি থেকে সমাজব্যবস্থা, সবকিছুই। এরই মধ্যে প্রত্যহ সারাবিশ্বে একটু একটু করে ছড়িয়ে পড়ছে করোনার নতুন নতুন স্ট্রেন। মহামারীবিশেষজ্ঞদের মতে, করোনার এমন রূপ বদলানোর ঘটনা অতি স্বাভাবিক। কিন্তু এই 'স্বাভাবিক' ঘটনাগুলিই যে ভ্যাকসিন গবেষণাকে পিছিয়ে দিতে পারে বেশ কয়েকধাপ, সেরকমই আশঙ্কা করছেন বিজ্ঞানীদের একাংশ। এসবের মাঝেই ব্রাজিলফেরত নাগরিকদের শরীরে নতুন এক স্ট্রেনের খোঁজ পেল জাপানের স্বাস্থ্যমন্ত্রক, ফলে নতুন করে বাড়ছে চিন্তা।

দ্রুত সংক্রমণের পথ খুলে দিচ্ছে ব্রিটেনের স্ট্রেন

দ্রুত সংক্রমণের পথ খুলে দিচ্ছে ব্রিটেনের স্ট্রেন

করোনাবিদদের মতে, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেন বর্তমানে শক্তি বাড়িয়ে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। অন্যদিকে রবিবার জাপানের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ব্রাজিলের আমাজন প্রদেশ থেকে আগত চার নাগরিকের শরীরে পাওয়া গেছে এক নতুন স্ট্রেন। যদিও এই স্ট্রেন কতটা প্রাণঘাতী, সে বিষয়ে এখনও নিশ্চিত নন জাপানি গবেষকরা।

চিন্তা বাড়ছে বিজ্ঞানীদের

চিন্তা বাড়ছে বিজ্ঞানীদের

আন্তর্জাতিক গবেষক মহলের মতে, ভ্যাকসিন গবেষণার মত জটিল প্রক্রিয়ার মাঝেই করোনার একাধিকরকমের ভোলবদল নিয়ে চর্চা করতে হচ্ছে তাঁদের, আর তাতেই ফাঁপরে পড়ছেন বিজ্ঞানীরা। অন্যদিকে ব্রাজিল থেকে নতুন স্ট্রেনের খোঁজ মিললেও তা হয়তো অতটা সংক্রামক নয়, এমনই মত জাপানের জাতীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ সংস্থার প্রধান তাকাজি ওয়াকিতা-র।

 নববর্ষের শুরুতেই নব স্ট্রেনের প্রবেশ জাপানে

নববর্ষের শুরুতেই নব স্ট্রেনের প্রবেশ জাপানে

জাপানের স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী, গত ২রা জানুয়ারি ব্রাজিল থেকে টোকিওর হ্যানেডা বিমানবন্দরে ফেরেন ৪ নাগরিক। তাঁদের মধ্যে বছর চল্লিশের ভদ্রলোক শ্বাসকষ্টে ভুগছিলেন, বছর তিরিশের এক মহিলা মাথাযন্ত্রণার পাশাপাশি গলা শুকানোর মত উপসর্গ অনুভব করছিলেন বলে জানা যায়। ওদের মধ্যে এক যুবকের জ্বর ধরা পড়ে। পাশাপাশি করোনা আক্রান্ত একই বয়সের এক যুবতীর কোনো উপসর্গই ছিল না বলে জানা যায় জাপান সরকার সূত্রে।

জাপানে বাড়ছে করোনার প্রকোপ

জাপানে বাড়ছে করোনার প্রকোপ

পুনরায় ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যার কারণে বৃহস্পতিবার দেশে নতুন করে সতর্কবার্তা জারি করেছে জাপান সরকার। টোকিও সহ আশপাশের বেশ কয়েকটি জনবহুল শহরে জারি হয়েছে নয়া করোনাবিধি। এদিকে জাপানের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২.৮৯ লক্ষে, মারা গেছেন ৪,০৬১ জন।

একযোগে রাজ্যের ১২ জায়গায় তল্লাশি ইডির! গরু ও কয়লা পাচার কাণ্ডে আরও স্পষ্ট 'দুবাই যোগ'একযোগে রাজ্যের ১২ জায়গায় তল্লাশি ইডির! গরু ও কয়লা পাচার কাণ্ডে আরও স্পষ্ট 'দুবাই যোগ'

English summary
newly mutated corona strain is entering japan from brazil the health ministry says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X