For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিও মানুষ.... চোখে জল নিয়ে পদত্যাগ ঘোষণা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের

আমিও মানুষ.... চোখে জল নিয়ে পদত্যাগ ঘোষণা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের

Google Oneindia Bengali News

চোখে জল নিয়েই নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। আগামী মাসেই তিনি তাঁর পদত্যাগ পত্র দেবেন বলে জানিয়ে দিয়েছেন জেসিন্ডা। নিউজিল্যান্ডের অত্যন্ত প্রভাবশালী নেত্রী ছিলেন জেসিন্ডা। শুধু পদত্যাগ ঘোষণাই নয় আর কোনও নির্বাচনে তিনি লড়বেন না বলেও জানিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক রাজনীতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন জেসিন্ডা।

পদত্যাগ ঘোষণা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের

প্রভাবশালী এবং জনপ্রিয় নেত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। গত ৫ বছর ধরে জেসিন্ডা নিউজিল্যান্ডের প্রধান প্রশাসকের দািয়ত্বে রয়েছেন। দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন করোনা পরিস্থিতি। একসময় গোটা বিশ্বে করোনা মোকাবিলা করে নজির তৈরি করেছিলেন জেসিন্ডা। বিয়ের আগেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এমনকী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংসদে সদ্যোজাতকে নিয়ে গিয়ে অধিবেশনে যোগ দিয়েছেন। সদ্যোজাতকে নিয়েই সংসদ পরিচালনা করেছিলেন তিনি।

ডেসিন্ডার একাধিক কাজ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা কুড়িয়েছে। আগামী ৫ বছর আর তিনি নিউজিল্যান্ডের পরিচালনার দায়িত্বে থাকতে চান না বলে এদিন ঘোষণা করেছেন। নিজের দল লেবার পার্টির বৈঠকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। ডেসিন্ডা জানিয়েছে আরও চার বছর তাঁর পক্ষে প্রধানমন্ত্রীর পদে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন জেসিন্ডা। তিনি নিেজর পদত্যাগের কথা ঘোষণা করে বলেছেন, 'আমার মতে, সময় হয়ে গিয়েছে। আগামী চার বছর টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই আমার।'

সামনেই নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন। ১৪ অক্টোবর হবে ভোটাভুটি। কিন্তু সেই ভোটে তিনি প্রার্থী হতে নারাজ।
জাসিন্ডা জানিয়েছে, 'এই গ্রীষ্মে, আমি ভেবেছিলাম শুধু এক বছরের জন্যই নয়, বরং আরও একটি মেয়াদ পূরণ করার জন্য প্রস্তুতি নেব। কিন্তু আমি তা করতে পারিনি। আগামী চার বছর এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। প্রধানমন্ত্রী হিসাবে গত সাড়ে পাঁচ বছর অত্যন্ত কঠিন ছিল। আমিও মানুষ। আমার সময় এসেছে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসার। আমি জানি এই সিদ্ধান্তের পর অনেক আলোচনা-সমালোচনা হবে। আমার ইস্তফা দেওয়ার আসল কারণ কী, সে বিষয়ে অনেক আলোচনা হবে। তবে আমি এইটুকুই বলতে পারি যে একটাই আগ্রহের বিষয় খুঁজে পাবেন আপনারা, তা হল ৬ বছর ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার পর আমিও মানুষ। রাজনীতিবিদরাও মানুষ। আমাদের পক্ষে যতটা সম্ভব, যতদিন সম্ভব, পরিষেবা দিই। এখন আমার সময় এসেছে সরে দাঁড়ানোর।'

English summary
New Zealand PM announce resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X