For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিল গেটসের পর নয়া রেকর্ড, সিইও-র পাশাপাশি মাইক্রোসফটের চেয়ারম্যান পদে এই ভারতীয় বংশোদ্ভূত

বিল গেটসের পর নয়া রেকর্ড, সিইও-র পাশাপাশি মাইক্রোসফটের চেয়ারম্যান পদে এই ভারতীয় বংশোদ্ভূত

  • |
Google Oneindia Bengali News

জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে আরও এক ধাপ উপরে উঠে গেলেন ভারতীয় বংশোদ্ভূত তথ্য-প্রযুক্তিবিদ সত্য নাদেলা। মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও সত্য নাদেলাতেই এবার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করল সংস্থা। এতদিন এই দায়িত্বে ছিলেন জন থম্পসন। তাঁর জায়গাতেই এবার এই নতুন দায়িত্ব নেবেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক।

বিল গেটসের পর নয়া রেকর্ড, সিইও-র পাশাপাশি মাইক্রোসফটের চেয়ারম্যান পদে এই ভারতীয় বংশোদ্ভূত

বুধবারই মাইক্রোসফটের তরফে বিবৃতি জারি করে নাদেলার নতুন নিয়োগের কথা জানানো হয়। যদিও এর সঙ্গে সঙ্গেই বিল গেটেসের পর নতুন রেকর্ড করতে চলেছেন নাদেলা। মাথায় উঠতে চলছে নতুন পালক। এর আগে একই সঙ্গে চেয়ারম্যান ও সিইও-র দায়িত্ব সামলেছিলেন বিল গেটস। পরবর্তীতে ২০০০ সালের গোড়ায় মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসারের পদ থেকে সরে আসেন তিনি। চেয়ারম্যানের পর পদ থেকে ইস্তফা দেন ২০১৪-তে।

এদিকে ২০১৪ সালেই আবার নাদেলা প্রথম মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন। লিঙ্কডইন, মাইনাস কমিউনিকেশনস এবং জেনিম্যাক্সের মতো অনেক সংস্থার অধিগ্রহণে অতীতে সত্য নাদেলা বড় ভূমিকা পালন করেন বলে জানা যায়। এদিকে পদ থেকে সরে গেলেও থম্পসন এখন প্রধান স্বতন্ত্র পরিচালক হিসাবে মাইক্রোসফটে থাকবেন বলে জানা যাচ্ছে।

পেট্রোপণ্যের একটানা মূল্যবৃদ্ধিতে আগুন ঝরছে মধ্যবিত্তের ভাঁড়ারেও, ৭ শহরেই সেঞ্চুরির পথে পেট্রোল পেট্রোপণ্যের একটানা মূল্যবৃদ্ধিতে আগুন ঝরছে মধ্যবিত্তের ভাঁড়ারেও, ৭ শহরেই সেঞ্চুরির পথে পেট্রোল

এদিকে ১৯৬৭ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন নাদেলা। সালে হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করার পর তিনি মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। পরবর্তীতে ১৯৯৬ সালে শিকাগোর বুথ স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেছিলেন তিনি।তবে তাৎপর্যপূর্ণ খবর এই যে এখন আর সংস্থার বোর্ডে নেই স্বয়ং মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি এবং তার মেলিন্ডা গেটস বর্তমানে গেটস ফাউন্ডেশনের হাত ধরে জনহিতকর কাজে অনেক বেশি মনোনিবেশ করেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

English summary
New record after Bill Gates, Satya Nadela of Indian descent as Microsoft chairman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X