For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবজাতির রক্ষার্থে দূর হটুক মারণ করোনা, মা কালীর কাছে প্রার্থনা মোদীর

মানবজাতির রক্ষার্থে দূর হটুক মারণ করোনা, মা কালির কাছে প্রার্থনা মোদীর

  • |
Google Oneindia Bengali News

প্রায় ৪৯৭ দিন পর এই প্রথম কোনও বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য শুক্রবারই দুদিনের বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে পশ্চিমবঙ্গে ভোটের আবহে মোদীর বাংলাদেশ সফর ঘিরে শুরু থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। এমনকী এপার বাংলার মতুয়াদের মন জয় করতে বাংলাদেশের বিখ্যাত যশোরেশ্বরী কালী মন্দির দর্শন ও ওরাকান্দিতে মোদীর মতুয়া ধাম পরিভ্রমণে চোখ ছিল সকলের।

মানবজাতির রক্ষার্থে দূর হটুক মারণ করোনা, মা কালীর কাছে প্রার্থনা মোদীর

পূর্ব নির্বারিত কর্মসূতি অনুযায়ী শনিবার সকালেই প্রধানমন্ত্রী পুজো দিলেন সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মধ্যে মোদির মতুয়া মন্দির দর্শন রাজনৈতিক দিক থেকে বার্তাবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও মোদীর কথায় করোনাকে শেষ করতেই মা কালীর কাছে প্রার্থনা করেছেন তিনি। যশোরেশ্বরী কালি মন্দির পুজো দিয়ে মোদী বলেন, “আজ আমি মা কালীর কাছে প্রার্থনা করার সুযোগ পেয়েছি। সমগ্র মানবজাতিকে কোভিড-১৯-র হাত থেকে মুক্ত করার জন্য তার কাছে প্রার্থনাও করেছি। ”

সূত্রের খবর, শনিবার সকাল পৌনে ১০টার পর বাংলাদেশের শ্যামনগরে পৌঁছন নরেন্দ্র মোদী। শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বানানো হ্যালিপ্যাডে নামেন তিনি। সেখান থেকে সড়কপথে তিনি পৌঁছান ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে। সেখানে পুজো অর্চনার পর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ১০টার পরপরই তিনি যশোরেশ্বরী কালিমন্দির ত্যাগ করেন। এদিকে এদিন বেলার দিকে শেখ মুজিবর রহমানের সমাধিস্থল পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেতার ব্যাপারে কনফিডেন্ট একমাত্র বিজেপিই, তৃণমূলের অভিযোগ নিয়ে পাল্টা জবাব দিলীপের জেতার ব্যাপারে কনফিডেন্ট একমাত্র বিজেপিই, তৃণমূলের অভিযোগ নিয়ে পাল্টা জবাব দিলীপের

English summary
Let the Corona epidemic end, Prime Minister Narendra Modi's prayer to Maa Kali during her visit to Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X