For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইডেন শিবিরে বড় ধাক্কা, হাউজ অব রিপ্রেজেন্টেিটভের স্পিকার পদ থেকে সরে দাঁড়ালেন ন্যান্সি পালোসি

বাইডেন শিবিরে বড় ধাক্কা, হাউজ অব রিপ্রেজেন্টেিটভের স্পিকার পদ থেকে সরে দাঁড়ালেন ন্যান্সি পালোসি

Google Oneindia Bengali News

পদত্যাগ করার কথা ঘোষণা করলেন মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পালোসি। আমেরিকার প্রথম মহিলা স্পিকার ন্যান্সি পালোসি। শীর্ষ ডেমোক্র্যাট নেতার এই সিদ্ধান্তে ধাক্কা খেয়েছেন বাইডেন শিবির। আমেরিকার নিম্নকক্ষের দখল নিয়েেছ রিপাবলিকানরা। সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ন্যান্সি পালোসি। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

সরে দাঁড়ালেন ন্যান্সি পালোসি

মার্কিন মুলুকে বইছে উল্টো হাওয়া। হাউস অব রিপ্রেজেন্টেটিভে একের পর এক আসনে জয়ী হয়েছে রিপাবলিকানরা। এক কথায় আমেরিকার সেনের নিম্নকক্ষ দখল নিয়েছে রিপাবলিকানরা। যদিও উচ্চকক্ষে ডেমোক্র্যাটদের দখলেই রয়েছে। বাইডেনের জয়ের ২ বছরের মধ্যে এমন কী ঘটল যার জেরে এই পরিস্থিতিত তৈরি হয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। মার্কিন মুলুকের এই পরিস্থিতির জন্য শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

এদিকে এই ঘটনার পরেই আবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পালোসি পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। পালোসির এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্য পূর্ণ। কারণ শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের মধ্যে অন্যতম ন্যান্সি। সেকারণেই বাইডেন সরকার তাঁকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পদে বসিয়েছিলেন। আমেরিকার প্রথম মহিলা স্পিকার ছিলেন তিনি। গতকাল হঠাৎই পালোসি স্পিকার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। গতকাল ৮২ বছরের পালোসি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের অধিবেশন কক্ষেই নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

হঠাৎ করে রিপাবলিকানদের সাফল্যে নতুন উদ্যোমে জেগে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নিজেই ২০২৪-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। মিডটার্ম নির্বাচনেও রিপাবলিকানদের জয়ে নতুন করে আশার আলো দেখছেন রিপাবলিকানরা। সেকারণেই ট্রাম্পের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

East Bengal: ওড়িশার বিরুদ্ধে ২ গোলে এগিয়েও লজ্জার হার ইস্টবেঙ্গলেরEast Bengal: ওড়িশার বিরুদ্ধে ২ গোলে এগিয়েও লজ্জার হার ইস্টবেঙ্গলের

English summary
Nancy Palocy step down from speacker post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X