For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রযুক্তিতে নির্ভর করে এগিয়ে যাচ্ছে দেশ , ব্রিকস বিজনেস ফোরামের বার্তা প্রধানমন্ত্রীর

Array

Google Oneindia Bengali News

ব্রিকস বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশন ছিল আজ বুধবার । সেখানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে , ভারতের সাফল্য , বৃদ্ধি নির্ভর করে রয়েছে প্রযুক্তি এবং স্টার্টআপগুলির উপর ভিত্তি করে।

প্রযুক্তিতে নির্ভর করে এগিয়ে যাচ্ছে দেশ , ব্রিক্স সম্মেলন থেকে বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং এই সংক্রান্ত লগ্নীর দিকে বেশি জোর দিচ্ছে, কারণ এর উপরেই সারা ভারতের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে এবং এর উপরে নির্ভর করেই এগিয়ে যাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী বলেন এর জন্যই আমরা গতিশক্তির সাথে পরিকাঠামো নির্মাণ, ডিজিটাল রূপান্তর এবং ডিজিটাল অর্থনীতির উপর জোর দিচ্ছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "ভারত ড্রোন, গ্রিন এনার্জি এবং স্পেস সহ প্রতিটি সেক্টর জুড়ে হয়ে চলা সমস্ত কাজকে সমর্থন করে৷ ২০২৫ সালের মধ্যে, ভারতের ডিজিটাল সেক্টরের মূল্য ১ ট্রিলিয়ন মূল্যায়ন অতিক্রম করবে,"

ব্রিকস হল পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতিকে সংযুক্ত করার সংক্ষিপ্ত রূপ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন (পিআরসি) এবং দক্ষিণ আফ্রিকা এর মধ্যে রয়েছে। ব্রিকস সদস্যরা আঞ্চলিক বিষয়ে তাদের উল্লেখযোগ্য প্রভাবের জন্য পরিচিত। ২০০৯ সাল থেকে, আনুষ্ঠানিক সম্মেলনে করে। ভারত ২০২১ সালে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল।

G20-এর সদস্য, ২০১৮ সাল পর্যন্ত, এই পাঁচটি রাজ্যের সম্মিলিত জিডিপি ছিল ১৯.৬ ট্রিলিয়ন ডলার, যা মোট বিশ্ব উৎপাদনের প্রায় ২৩.২%, প্রায় ৪০.৫৫ ট্রিলিয়ন মার্কিন ডলার (বিশ্বের GDP PPP-এর ৩২%) সমন্বিত GDP (PPP)। 'BRICS' অসংখ্য মন্তব্যকারীদের কাছ থেকে প্রশংসা এবং সমালোচনা উভয়ই পেয়েছে। ব্রিকস রাষ্ট্রগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি মূলত অ-হস্তক্ষেপ, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়।

তিনি যোগ করেছেন, "ব্রিক্স এই বিশ্বাসের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল যে উদীয়মান অর্থনীতির এই সংগঠনটি বৈশ্বিক বৃদ্ধির ইঞ্জিন হিসাবে আবির্ভূত হতে পারে। আজ যখন বিশ্ব কোভিড-পরবর্তী সময়ে পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করছে, তখন ব্রিকস দেশগুলির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "এই বছর আমরা ৭.৫% বৃদ্ধির আশা করছি। যা আমাদের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত করেছে। উদীয়মান নতুন ভারতের প্রতিটি ক্ষেত্রেই রূপান্তরমূলক পরিবর্তন ঘটছে"।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। জানা গিয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন এই সম্মেলনে। বেইজিংয়ে এই আয়োজিত হবে এই সম্মেলন। ভার্চুয়ালি এই ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে পুতিনের। ইউক্রেনে হামলা শুরুর পর এটিই প্রথমবার বিশ্বনেতাদের সঙ্গে তিনি কোনও সম্মেলনে যোগ দিতে চলেছেন। এমনটাই খবর সূত্রের। ব্রিকস সম্মেলনে চিন, ভারত ও রাশিয়া ছাড়াও সদস্য দেশ ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রধানরা থাকছেন। এবারের সম্মেলনে বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হতে পারে বলে খবর মিলছে।

English summary
modi's special message that india is growing with the help of technology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X