For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে কানাডার তাপমাত্রার পারদ, সতর্কতা জারি করল হাওয়া অফিস

মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে কানাডার তাপমাত্রার পারদ, সতর্কতা জারি করল হাওয়া অফিস

Google Oneindia Bengali News

প্রবল গরমের পর এবার কনকনে ঠান্ডার পূর্বাভাস দিল কানাডার আবহাওয়া দফতর। পারদ নেমে যাবে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে। হু হু করে নামছে পারদ। যাকে বলে একেবারে ফ্রিজিং পয়েন্টে চলে যাবে কানাডা। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে কানাডায়। প্রবল তাপমাত্রার পতন শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এবার গরমেও তাপপ্রবাহ হয়েছিল কানাডায়। কাজেই দুই ঋতুতে চরম তাপমাত্রার মুখোমুখি পড়তে হচ্ছে কানাডাকে।

তাপমাত্রার পারদ পতন

তাপমাত্রার পারদ পতন

তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বে। ইউরোপ আমেরিকার একাধিক জায়গা এবার সময়ের আগেই বরফে ঢেকেছে। গতবছরের মত এবছরও ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে পড়তে হবে ইউরোপ আমেরিকার একাধিক দেশকে। এমনই জানিয়েছিলেন আবহাওয়া বিদরা। জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রার এই পারদ পতন শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন তাঁরা। এবছরও চরমঠান্ডার মুখোমুখি হতে হবে গোটা বিশ্বকে এমনই সতর্কবার্তা দিয়েছিলেন তাঁরা।

মাইনাস ৫০ ডিগ্রি কানাডায়

মাইনাস ৫০ ডিগ্রি কানাডায়

কানাডা এবার মাইনাস ৫০ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রার পারদ। কানাডায় এখন থেকেই তাপমাত্রা নামতে শুরু করে দিয়েছে। ফ্রিজিং টেমপারিয়ারে পৌছে গিেয়ছে। ডিপ ফ্রিজে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রায় পৌঁছে যাবে কানাডা। তুষার পাত শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। সেই তুষারপাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
জনজীবনকে এই নিয়ে সতর্ক করেছেন সেখানকার আধিকারীকরা। ইতিমধ্যেই বাইরে খেলাধুলার সব ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের জের

জলবায়ু পরিবর্তনের জের

জলবায়ু পরিবর্তনের জেরেই তাপমাত্রা এই চরম পতন বলে দাবি করেছেন গবেষকরা। গরমেও চরম পরিস্থিতি তৈরি হয়েছিল কানাডায়। গরমেও ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। তাপপ্রবাহে রীতিমত নাভিশ্বাস দশা হয়েছিল কানাডাবাসীর। জলবায়ু পরিবর্তনের কারণেই একের পর এক চরম পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশের বিভিন্ন জায়গায়। জার্মানিতে বিধ্বংসী বন্যায় মৃত্যু হয়েছে কয়েকশ মানুষের। প্রবল বর্ষণ থেকে শুরু করে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল জার্মানিতে।

আরও চরম আবহাওয়া

আরও চরম আবহাওয়া

আরও চরম আবহাওয়ার সম্মুখীন হতে হবে গোটা বিশ্বকে। একের পর এক ঘূর্ণিঝড়ের মুখে পড়তে হবে গোটা দেশকে। একের পর চরমভাবাপন্ন পরিস্থিতি দেখতে হচ্ছে গোটা বিশ্বকে। চরম আবহাওয়ার কারণে এই নিয়ে গোটা বিশ্বে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। গোটা বিশ্বেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে জোর একাধিক দেশের প্রধানরা বৈঠক করেছেন। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলার সবরকম পরিস্থিতি নজরে রাখতে বলেছে মোদী সরকার।

English summary
minus 50 degrees tepareture droops in winter in Canada says Weather office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X