For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের শ্রীলঙ্কার মসনদে মাহিন্দ্রা রাজাপক্ষ, পার্লামেন্ট নির্বাচনে বড় জয় শ্রীলঙ্কা পিপলস পার্টির

ফের শ্রীলঙ্কার মসনদে মাহিন্দ্রা রাজাপক্ষ, পার্লামেন্ট নির্বাচনে বড় জয় শ্রীলঙ্কা পিপলস পার্টির

  • |
Google Oneindia Bengali News

আরও একবার শ্রীঙ্কার সমনদে বসতে চলেছেন মাহিন্দ্রা রাজাপক্ষ। ইতিমধ্যেই শ্রীলংকার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে রাজাপক্ষের পরিবার পরিচালিত দল শ্রীলঙ্কা পিউপিলস পার্টি (এসএলপিপি)। শুক্রবার সকালে ভোটগণনা শুরু হতেই দেখা যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতা দখল করল মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন এসএলপিপি।

মোট ভোটের প্রায় দুই তৃতীয়াংশই শ্রীলঙ্কা পিউপিলস পার্টি ঝুলিতে

মোট ভোটের প্রায় দুই তৃতীয়াংশই শ্রীলঙ্কা পিউপিলস পার্টি ঝুলিতে

সূত্রের খবর, বিরোধীদিরে বহু যোজন দূরত্বে রেখে দেশের মোট ভোটের প্রায় দুই তৃতীয়াংশই গেছে রাজপক্ষের ঝুলিতে। পাশাপাশি জোট সঙ্গী পেয়েছে আরও পাঁচটি আসন। এদিন সকালে ভোটগণনা শুরু হতেই বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে তরতড়িয়ে এগোতে থাকে এসএলপিপি। ভোট গণনা শেষ হতেই দেখা যায় দেশের মোট ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি আসনই এসএলপিপি'র দখলে।

 বিপুল সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা দখল এসএলপিপি-র

বিপুল সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা দখল এসএলপিপি-র

এদিকে এর আগে একাধিক বুধফেরত সমীক্ষাতেও রাজাপক্ষের প্রত্যাবর্তনই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। ২০২০ সালের শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে এসএলপিপি যে ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতা' নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে তা লোক মুখেই ঘোরাঘুরি করছিল। অপেক্ষা ছিল শুধু ফাইনাল রেজাল্টের।

শ্রীলঙ্কাবাসীর রায়ে উচ্ছাসিত রাজাপক্ষ পরিবার

শ্রীলঙ্কাবাসীর রায়ে উচ্ছাসিত রাজাপক্ষ পরিবার

এদিকে শ্রীলঙ্কাবাসীর রায়ে উচ্ছাসিত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ ও তাঁর ভাই মাহিন্দ্রা রাজাপক্ষ। ইতিমধ্যেই বিজয়ী দল শ্রীলঙ্কা পিপল'স ফ্রন্টকে (এসএলপিপি) সরকার গঠনের জন্য আহ্বানও জানানো হয়েছে বলে খবর। এদিকে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও বড় জয় পেতে দেখা যায় গোতাবায়া রাজাপক্ষকে। এদিকে গত বছরের নভেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছিলেন মাহিন্দ্রা রাজাপক্ষ।

 দুই দশক ধরে শ্রীলঙ্কার শাসন ক্ষমতায় রয়েছে রাজাপাক্ষ পরিবার

দুই দশক ধরে শ্রীলঙ্কার শাসন ক্ষমতায় রয়েছে রাজাপাক্ষ পরিবার

এদিকে প্রায় দুই দশক ধরে শ্রীলঙ্কার শাসন ক্ষমতায় রয়েছে রাজাপাক্ষ পরিবার। এর আগে ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন মাহিন্দ্র রাজাপক্ষ। এদিকে এবারের এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে মাহিন্দ্রার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। যদিও নির্বাচনী ফলে দেখা যাচ্ছে একেবারে ধরাশায়ী হয়েছেন তিনি। এদিকে বড় জয়ের জন্য ইতিমধ্যেই মাহিন্দ্রা রাজাপক্ষকে টুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নরেন্দ্র মোদী

মিশন ২০২১, তিনগুণ লক্ষ্যমাত্রা বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামলেন মুকুল-দিলীপরামিশন ২০২১, তিনগুণ লক্ষ্যমাত্রা বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামলেন মুকুল-দিলীপরা

English summary
mahinda rajapaksas big win in sri lanka sri lanka peoples party slpp gets two thirds vote in parliamentary elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X