For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের আগেই সীমান্তে মার্শাল আর্টস যোদ্ধা মাতায়েন শুরু করে চিন!কীভাবে ঘুঁটি সাজিয়েছে বেজিং

লাদাখ সংঘাতের আগেই সীমান্তে মার্শাল আর্ট যোদ্ধা মাতায়েন শুরু করে চিন!কীভাবে ঘুঁটি সাজিয়েছে বেজিং

  • |
Google Oneindia Bengali News

বহু মাস ধরেই ধীরে ধীরে গালওয়ান সীমান্ত নিয়ে কোমর বেঁধেছে চিন। চিনের এই আগ্রাসন গত মে মাসে প্রকাশ্য়ে এলেও, তা ধীরে ধীরে দানা বাঁধে মার্চ থেকে। এদিকে , লাদাখ সীমান্ত নিয়ে নয়া রিপোর্ট কী বলছে, দেখে নেওয়া যাক।

মার্শাল আর্টসের বিশেষজ্ঞরা লাদাখে!

মার্শাল আর্টসের বিশেষজ্ঞরা লাদাখে!

চিনের অন্যতম পোক্ত সমরাস্ত্র মার্শাল আর্টস। তাকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে বাজি জিতে নিতে চেয়েছিল বেজিং। এদিকে, এক নয়া মিডিয়া রিপোর্ট বলছে, মাউন্ট এভারেস্টের অলিম্পিক টর্চ ব়িলেতে অংশগ্রহণকারী দলের সদস্যদের লাসায় ১৫ জুন নিয়ে আসে চিন। উল্লেখ্য, সেই দিন রাতেই ভারতের সঙ্গে চিনা সেনার মল্লযুদ্ধ দেখা যায়, গালওয়ান সীমান্তে।

 গালওয়ান সীমান্তে মার্শাল আর্টিস্টরা

গালওয়ান সীমান্তে মার্শাল আর্টিস্টরা

গালওয়ান সীমান্তে মার্শাল আর্টস বিশেষজ্ঞদেরও নিয়ে আসে চিনের সেনা। সেখানে লাসা সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখে চিনের মার্শাল আর্টসের বিশেষজ্ঞরা। প্রশ্ন হল, পরকল্পিত উস্কানি যদি নাই থাকে, তাহলে ঠিক ১৫ জুনই কেন এই বিশেষ দলকে লাদাখ সীমান্তে চিন নিয়ে এল?

৫০ বছরে সবচেয়ে বড় সংঘাত

৫০ বছরে সবচেয়ে বড় সংঘাত

গত ৫০ বছরে লাদাখ এন সংঘাত দেখেনি কখনও। চিনের মিডিয়া রিপোর্ট দাবি করছে, চিন নিজের সীমান্তে ১০০টি ট্রুপ নতুন করে মজুত করতে শুরু করেছে লাদাখে ভারতীয় সেনাকে রুখতে।

 সংঘাত ও ১৫ জুনের পরিস্থিতি

সংঘাত ও ১৫ জুনের পরিস্থিতি

১৫ জুন রাতের দিকে লাদাখ সীমান্তে ভারত ও চিনের সেনার মধ্যে পূর্ব লাদাখে সংঘাত বাড়ে। দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধে ২০ ভারতীয় সেনা শহিদ হন। পাল্টা ভারতও চিনা সেনাকে দুরমুশ করে। যার জেরে চিনের ৪৩ জন সেনা মারা যায় বলে খবর। তবে মৃত সেনাদের সংখ্যা সম্পর্কে চিন কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি।

 চিনা আগ্রাসনের প্রতিবাদে জোম্যাটোর টিশার্ট পুড়িয়ে প্রতিবাদ কর্মীর! কোন হুমকি কর্তৃপক্ষের বিরুদ্ধে চিনা আগ্রাসনের প্রতিবাদে জোম্যাটোর টিশার্ট পুড়িয়ে প্রতিবাদ কর্মীর! কোন হুমকি কর্তৃপক্ষের বিরুদ্ধে

English summary
Ladakh stand off update, China sent martial artists to border months before galwan situation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X