For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম কি ছিল জানেন?‌ এখন সেই নাম কে বহন করছে জানুন

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম কি ছিল জানেন?‌ এখন সেই নাম কে বহন করছে জানুন

Google Oneindia Bengali News

প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে তাঁর মৃত্যু খবর ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। ভালোভাবে চলাফেরাও করতে পারতেন না। বৃহস্পতিবার তাঁর শরীর হঠাৎই খারাপ হয়ে যায়। পরিস্থিতি বুঝে বালমোরে ছুটে আসেন যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, উইলিয়াম, হ্যারি ও তাঁদের স্ত্রী। এই ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথ বিশ্ব তথা তাঁর পরিবারের বহু ঘটনার সাক্ষী থেকেছেন। তাঁর জীবনও নানান ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছে। তবে জানেন কী এলিজাবেথের ডাক নাম কী ছিল?‌

‘‌লিলিবেট’‌ কেন নাম হয়

‘‌লিলিবেট’‌ কেন নাম হয়

এলিজাবেথ অ্যালেক্সেন্ড্রা মেরি উইন্ডসর তাঁর পিতামহ রাজা জর্জের রাজত্বকালে ১৯২৬ সালের ২২ এপ্রিল তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ডিউক অফ ইয়র্ক (পরে রাজা ষষ্ঠ জর্জ) ছিলেন রাজার দ্বিতীয় পুত্র। তাঁর মা, ডাচেস অভ ইয়র্ক (পরবর্তীকালে রানি এলিজাবেথ, রাণীমাতা) ছিলেন স্কটিশ অভিজাতদের আর্ল অফ স্ট্রথমোর এবং কিংহর্নের কনিষ্ঠ কন্যা। মায়ের নাম অনুসারে নাম রাখা হয়েছিল এলিজাবেথ। ছোট্ট এলিজাবেথ রাজপ্রাসাদে সবার চোখের মণি। তার দাদা রাজা পঞ্চম জর্জ এলিজাবেথকে বিশাল সুন্দর একটি নাম দিয়েছেন, এলিজাবেথ অ্যালেক্সেন্ড্রা মেরি। তাঁর মায়ের নামও এলিজাবেথ, আলেকজেন্ড্রা ছিল পঞ্চম জর্জের মায়ের নাম, এলিজাবেথের জন্মের মাত্র ছয় মাস আগে তিনি মারা যান। আর মেরি ছিল এলিজাবেথের দিদার নাম। এত মানুষের নাম নিয়ে তৈরি নিজের নামটা একদম পছন্দ ছিল না ছোট্ট এলিজাবেথের। তাই সে নিজেকেই নিজে নাম দিয়েছিলেন '‌লিলিবেট'‌। যা পরিবারের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

শৈশব থেকে বাড়িতেই একাধিক ক্ষেত্রে শিক্ষা নিয়েছেন

শৈশব থেকে বাড়িতেই একাধিক ক্ষেত্রে শিক্ষা নিয়েছেন

এলিজাবেথের একমাত্র বোন প্রিন্সেস মার্গারেট ১৯৩০ সালে জন্মগ্রহণ করেছিলেন। দুই রাজকন্যা বাড়িতে তাঁদের মা এবং তাঁদের পরিচারিকা মেরিয়ন ক্রফোর্ডের তত্ত্বাবধানে শিক্ষিত হয়েছিল। তাঁরা ইতিহাস, ভাষা, সাহিত্য এবং সংগীতে মনোনিবেশ করতেন। ক্রফোর্ড ১৯৩০ সালে 'দ্য লিটল প্রিন্সেস' নামে এলিজাবেথ এবং মার্গারেটের শৈশবকালীন একটি জীবনী প্রকাশ করেছিলেন। বইটিতে এলিজাবেথের ঘোড়া এবং কুকুরের প্রতি প্রেম, তার সুশৃঙ্খলতা এবং তার দায়িত্ববান মনোভাবের বর্ণনা রয়েছে।

বিয়ে হয় প্রিন্স ফিলিপের সঙ্গে

বিয়ে হয় প্রিন্স ফিলিপের সঙ্গে

বয়স ১৮ পেরোনোর পর যুবরাজ্ঞী এলিজাবেথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে সেই সময়টাতে তিনি তাঁর দূর সম্পর্কের এক আত্মীয় গ্রিসের রাজপুত্র ফিলিপের সঙ্গে চিঠি আদান-প্রদান শুরু করেন। ফিলিপ তখন ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তাদের মধ্যে রোম্যান্স বাড়তে থাকে এবং ১৯৪৭ সালের ২০শে নভেম্বর ওয়েস্টমনিস্টার অ্যাবি গির্জায় তারা বিয়ে করেন। এই বিয়ের সুবাদে প্রিন্স ফিলিপ ডিউক অফ এডিনবরা উপাধি লাভ করেন।

এলিজাবেথের ডাকনাম এখন কে বহন করছে

এলিজাবেথের ডাকনাম এখন কে বহন করছে

রাজকীয় দম্পতির প্রথম পুত্র চার্লসের জন্ম হয় ১৯৪৮ সালে। এরপর প্রিন্সেস অ্যান ১৯৫০ সালে, প্রিন্স অ্যান্ড্রু ১৯৬০ সালে এবং প্রিন্স এডওয়ার্ড ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। চার্লস, প্রিন্স অফ ওয়েলস, এবং ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলস এর কনিষ্ঠতম পুত্র প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সন্তানের নাম রাখা হয় '‌লিলিবেট'‌। ২০২১ সালের ৪ জুন দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দেন মেগান মার্কেল। যার নাম রাখা হয়েছে লিলিবেট 'লিলি' ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর। এই লিলিবেট আসলে রানি দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম। ব্রিটিশ রাজপরিবারের সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী ছোট্ট লিলিবেট। রানি দ্বিতীয় এলিজাবেথকে প্রায়ই লিলিবেট-এর সঙ্গে সময় কাটাতে দেখা যেত।

Queen Elizabeth-এর পর কার মাথায় উঠবে কোটি মূল্যের 'কোহিনূরে'র তাজ Queen Elizabeth-এর পর কার মাথায় উঠবে কোটি মূল্যের 'কোহিনূরে'র তাজ

English summary
‌Know what the late Queen Elizabeth II's nickname was?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X