For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

র‌্যানসমওয়্যার হামলার পর আরইভিল গ্যাংয়ের ৫০০ কোটি টাকারও বেশি অঙ্কের মুক্তিপণ দাবি

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে ব়্যানসামওয়্যারের হামলা ঘিরে রীতিমতো তোলপাড় বিশ্বে। আইটি সফ্টওয়্যার প্রোভাইডার কাসেয়া ভিএসএকে সাম্প্রতিককালে তারা নিশানা করে। গত শুক্রবার ২ জুলাই এই ঘটনার পর থেকে গোটা বিশ্ব ত্রস্ত। এরপর এবার তারা বড় অঙ্কের অর্থের দাবি পেশ করল। আরইভিল গ্যাং এবার তাদের হ্যাপি ব্লগে এই টাকার পরিমাণ পেশ করেছে বলে জানিয়েছে নয়া রিপোর্ট।

র‌্যানসমওয়্যার হামলার পর আরইভিল গ্যাংয়ের ৫০০ কোটিরও বেশি পেআউটের দাবি

একটি পোস্টের মাধ্যমে আরইভিল গ্যাং জানিয়েছে, ৭০ মিলিয়ন ডলার তথা ৫২০ কোটি টাকার অঙ্ক তাদের চাই। এই আরইভিল গ্যাং সোদিনোবি গ্যাং নামেও পরিচিত। লক্ষ লক্ষ সিস্টেম হ্যাক করে তার গোপন চাবিকাঠি আপাতত নিজেদের জিম্মায় রেখেছে এই গ্যাং। এবারসেই কম্পিউটার তথ্য প্রযুক্তির সিস্টেম গ্যাংয়ের হাত থেকে ছাড়াতে হলে প্রতিষ্ঠানগুলিকে বিশাল অঙ্কের টাকা এই গ্যাংয়ের কাছে পাঠাতে হবে বলে জানিয়েছে তারা। মনে করা হচ্ছে এই ভয়াবহ সাইবার হামলার ফলে ছোট ও মাঝারি বিভিন্ন মানের তথ্য প্রযুক্তি সংস্থা বিপাকে পড়তে পারে।

পোস্টে ইভিল গ্যাং লিখেছে, তথ্য প্রযুক্তি জগতে ম্যানেড সার্ভিস প্রোভাইডারে হামলা চালিয়েছে তারা। প্রসঙ্গত বহু আইটি সংস্থা এই পরিষেবা নিয়ে থাকে। আর তাদের হামলা চালিয়ে এই গ্যাং মধ্যস্থতার রাস্তায় আনতে চাইছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে। গ্যাং জানিয়েছে, যদি তাদের কথা শুনে সংস্থা বা প্রতিষ্ঠানগুলি ওই অঙ্কের টাকা দিয়ে দেয়, তাহলে এক ঘণ্টার মধ্যে সমস্ত সিস্টেম আবার আগের অবস্থায় ফিরে যাবে।

প্রসঙ্গত, র‌্যানসমওয়্যার হামলার ইতিহাসে এতবড় হামলা আগে দেখা যায়নি। যে অঙ্কের টাকা এরা দাবি করেছে, আর যে পরিমাণ টাকা এরা চাইছে তাতে পরিস্থিতি আরও ভয়ানক হতে পার। বিশেষজ্ঞমহলের দাবি, এযাবৎকালে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এমন ভয়াবহ হামলা আগে দেখা যায়নি। ইতিমধ্যেই দেশবিদেশের একাধিক সাইবার অ্যাটাক সম্পর্কীয় আইনজীবীকে এই বিষয়ে ডেকে আনা হয়েছে বিভিন্ন সংস্থার তরফে।

English summary
Kaseya Ransomware Attack ,new report suggests about their demand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X