For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌ইতালিতে নতুন আক্রান্তের সংখ্যা কমছে, সরকার দেখছে আশার আলো

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। এই মারণ রোগের সূত্রপাত চিন থেকে হলেও ইতালিতে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে। বর্তমানে আমেরিকার পরই দ্বিতীয় নম্বরে রয়েছে ইতালির নাম। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই দেশে মোট করোনার সংখ্যা ১১৯,৮২৭ জন। তার মধ্যে মোট মারা গিয়েছে ১৪,৬৮১ জন। তবে এই দেশে ধীরে ধীরে নতুন করোনা আক্রান্তদের সংখ্যা কমছে।

‌ইতালিতে নতুন আক্রান্তের সংখ্যা কমছে, সরকার দেখছে আশার আলো


ইতালির করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ থেকে ১৪,৬৮১। শুক্রবার নাগরিক সুরক্ষা সংস্থা বলেছে, দৈনিক নিবন্ধিত ৭৬০ জন নিহতের তুলনায় তা সামান্য বেশি। তবে করোনায় নতুন করে আক্রান্তদের সংখ্যা কিছুটা হলেও কমেছে, ৪,৬৬৮ থেকে তা কমে হয়েছে ৪,৫৮৫। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১১৯,৮২৭ জন।

শুক্রবার টানা পঞ্চম দিন ছিল যেখানে নতুন করোনার সংখ্যা ৪,০৫০–৪,৭৮২ এর মধ্যে রয়েছে। ইতালি সরকার আশা করছে যে মহামারি এই সুন্দর মালভূমিতে আঘাত হেনেছিল তা অদূর ভবিষ্যতে ধীরে ধীরে হ্রাস পাবে। ইতালির পরই নাম রয়েছে স্পেনের। এখানেও আক্রান্তের সংখ্যা ১১৯,১৯৯ জন।

English summary
The death toll in Italy has climbed by 766 to 14,68, number of new cases was slightly lower
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X