For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইফোন ও হ্যাক করতে পারে ইজরায়েলি পেগাসাস স্পাইওয়্যার

আইফোন ও হ্যাক করতে পারে ইজরায়েলি পেগাসাস স্পাইওয়্যার

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি ভারতীয় সংসদ পর্যন্ত নড়ে গিয়েছে পেগসাস ষড়যন্ত্র সামনে আসায়৷ 'পেগসাস' এমন একটি স্পাইওয়্যার যা আপনার ফোনে প্রবেশ করানো হয় আপনার অজান্তে৷ আর তারপর আপনার অজান্তেই আপনার মোবাইলে চলতে থাকে নজরদারি! এই পেগসাসের কবল থেকে রক্ষা পাচ্ছে না সুরক্ষিত অ্যাপল আইওএস ও। সম্প্রতি এরকমই একটি উঠে এসেছে গবেষণায়

কী এই পেগসাস স্পাইওয়্যার?

কী এই পেগসাস স্পাইওয়্যার?

ইজরায়েলের সফটওয়্যার সংস্থা এনএসও-র ২০১৯ এ একটি সফটওয়্যার তৈরি করে, যা মোবাইল ফোনে স্পাইংএর কাজ করত। পরে এই সফটওয়্যারটির আরও উন্নতি ঘটানো হয়। এই সফটওয়্যারটির নামই পেগসাস। কারও ফোনে কী কথাবার্তা হচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ ও ছবি, এবং গোপন তথ্য পেগসাস ব্যবহার করে চোখের নিমেসে জেনে ফেলা যায়। ফোনে কী তথ্য, নথি, ছবি রয়েছে সেটাও দেখে ফেলা যায়। যাঁর মোবাইল হ্যাক হয়েছে, তিনি বুঝতেও পারেন না তাঁর ফোনে পেগসাস রয়েছে৷

কীভাবে কাজ করে পেগসাস?

কীভাবে কাজ করে পেগসাস?

সেলফোনে পাঠানো ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে, whatsapp কল কিংবা সাধারণ কলের মাধ্যমে এই পেগসাস ঢুকিয়ে দেওয়া হয় টার্গেটের মোবাইলে৷ অনেকে বিভিন্ন ওয়েবসাইটে পাতা ফাঁদে পা দিয়ে লিঙ্কে ক্লিক করে জেনে বুঝে পেগসাসের খপ্পরে পড়েন৷

কারা এর শিকার হয়েছেন এই পেগসাসের?

কারা এর শিকার হয়েছেন এই পেগসাসের?

২০১৯ সালে প্রথম এই পেগসাসের কথা সমানে আসে৷ তারপর সম্প্রতি গোয়েন্দা সূত্রে জাননো হয়েছে, দু'জন কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলনেতা, ব্যবসায়ী, আমলা ও নিরাপত্তা সংস্থার কর্ণধাররা এই পেগসাসের কবলে পড়েছে

আইফোন ও পেগসাস!

আইফোন ও পেগসাস!

অ্যাপেল কোম্পানি ওদের তৈরি আইওএস-এর সুরক্ষা পলিসি নিয়ে বরাবর আত্মবিশ্বাসী৷ কিন্তু ২০১৯ এও দেখা গিয়েছিল বেছে বেছে আইফোন ব্যবহারকারীদের ফোনই হ্যাক করছিল পেগসাস। তখন আইফোনে ব্যবহৃত আইওএস ৯। পেগসাস হানার পর এই আইওএস-৯ এর ভুল ত্রুটিগুলো (যেগুলোকে কাজে লাগিয়ে পেগসাস স্পাইওয়্যার ফোনে ঢুকে পড়ত) শুধরে নিয়ে ফেরে আইফোন৷ কিন্তু সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্যে দাবী করা হয়েছে৷ যেখানে বলা হয়েছে অ্যাপেলে সম্প্রতি ব্যবহৃত আইওএস ১৪ তেও হানা দিতে সক্ষম পেগসাস৷

আইওএস ১৪-র আইমেসেজ ব্যবহার করে কোন ক্লিক ছাড়াই ফোনে ঢুকতে সক্ষম পেগসাস৷ আর এই নতুন তথ্যেই রাতের ঘুম উড়েছে বিশেষজ্ঞদের।

দেশজুড়ে বিতর্ক কিন্তু কি এই Pegasus? অজান্তে আপনার হোয়াটস অ্যাপেও নজরদারি চালানো যাবে এর সাহায্যেদেশজুড়ে বিতর্ক কিন্তু কি এই Pegasus? অজান্তে আপনার হোয়াটস অ্যাপেও নজরদারি চালানো যাবে এর সাহায্যে

English summary
IPhone ios-14 can also be hacked by Israeli Pegasus spyware, say new discussion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X