For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদৌ কি পারবেন দেশে ফিরতে! পাকিস্তানে আটক কুলভূষণকে নিয়ে আজই আন্তর্জাতিক আদালতের রায়

কুলভূষণ যাদবকে নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতের রায় দেবে ১৭ জুলাই। ভারতীয় সময় সন্ধে ৬.৩০ নাগাদ এ ব্যাপারে রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কুলভূষণ যাদবকে নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতের রায় দেবে ১৭ জুলাই। ভারতীয় সময় সন্ধে ৬.৩০ নাগাদ এ ব্যাপারে রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে। ভারতীয় নৌসেনার প্রাক্তন এই অফিসারকে গুপ্তচরবৃত্ত ও সন্ত্রাসবাদের অপরাধে ফাঁসির আদেশ দিয়েছিল পাকিস্তানের সামরিক আদালত। এই আদেশ দেওয়া হয়েছিল ২০১৭-র এপ্রিলে। এই আদেশের বিরুদ্ধে ভারতের তরফে আন্তর্জাতিক আদালতে আবেদন করা হয় ২০১৭-র মে মাসে।

আদৌ কি পারবেন দেশে ফিরতে! পাকিস্তানে আটক কুলভূষণকে নিয়ে আজই আন্তর্জাতিক আদালতের রায়

পাকিস্তানের তরফে ১৩ সদস্যের একটি দল মঙ্গলবার হেগে পৌঁছে গিয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন সেদেশের বিদেশ দফতরের মুখপত্র মহম্মদয় ফয়জল। অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুরও রয়েছেন এই দলে।

অন্যদিকে আন্তর্জাতিক আদালতের তরফে জানানো হয়েছে, বিচারক আব্দুলকায়ি আহমেদ ইউসুফ রায়ের সিদ্ধান্ত পড়ে শোনাবেন।

ভারতের তরফে পাকিস্তানের মিলিটারি আদালতে ৪৮ বছর বয়স্ক কুলভূষণের বিচারেরও বিরোধিতা করা হয়। আন্তর্জাতিক আদালত ২০১৭-র ১৮ মে পাকিস্তানকে ফাঁসি না দিতে নির্দেশ দেয়।

হেগের আন্তর্জাতিক আদালত রাষ্ট্রসংঘের অংশ। ১৯৪৫-এর জুনে স্থাপন হয়েছিল। কাজ শুরু করে ১৯৪৬-এর এপ্রিলে। আন্তর্জাতিক আদালতের তরফ থেকে ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানকে নিয়ে শুনানির বন্দোবস্ত করেছিল।

পাকিস্তান দাবি করে, ইরান থেকে প্রবেশের পর তাদের নিরাপত্তা বাহিনী বালোচিস্তান থেকে ২০১৬-র ৩ মার্চ যাদবকে গ্রেফতার করেছিল। অন্যদিকে ভারতের দাবি ইরান থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল। নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর ব্যবসায়িক কাজে তিনি ইরান গিয়েছিলেন দাবি করেছে ভারত। পাকিস্তানের তরফে ভারতের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতের তরফে দুটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল। একটি হল ভিয়েনা চুক্তি। আর অপরটি হল যাদবের ফাঁসির আদেশ রদ করা। পাকিস্তানের তরফে বলা হয় যাদব ছিলেন গুপ্তচর। তিনি কোনওভাবেই ব্যবসায়ী ছিলেন না।

English summary
International Court of Justice to pronounce verdict in Kulbhushan Jadhav on 17th July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X