For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলভূষণ কাণ্ডে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানকে বেআব্রু করল ভারত

নেদারল্যান্ডসের হেগ-এর আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হল।

  • |
Google Oneindia Bengali News

নেদারল্যান্ডসের হেগ-এর আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হল। আর চারদিনের শুনানির প্রথম দিনই পাকিস্তানের মিথ্যার পর্দাফাঁস করল ভারত। ২০১৭ সালে পাকিস্তানি আদালত কুলভূষণকে চরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়।

কুলভূষণ কাণ্ডে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানকে বেআব্রু করল ভারত

তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে ভারত। সেখানে শুনানিতে ভারতের তরফে দাঁড়িয়ে আইনজীবী হরিশ সালভে বলেছেন, কুলভূষণকে পাকিস্তানি সরকার বেআইনিভাবে আটকে রেখেছে। এমনকী বারবার আবেদনের পরও কনস্যুলার অ্যাকসেস দেয়নি। যা আন্তর্জাতিক আইন বিরোধী।

সালভের অভিযোগ, নিজেদের দাবির স্বপক্ষে পাকিস্তানের কাছে কোনও প্রমাণ নেই। কোনও কাগজপত্রও দেখাতে পারেনি পাকিস্তান। পাকিস্তানে এক ভারতীয়র জীবন বিপন্ন। সেদেশের সেনা আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে পাকিস্তান। কুলভূষণের ক্ষেত্রে ১৩ বার কনস্যুলার অ্যাকসেস চাইলেও তা দেওয়া হয়নি। এই ঘটনা অবশ্যই বেআইনি।

পাকিস্তানের মিথ্যা ফাঁস করে আইনজীবী সালভে আরও বলেন, কুলভূষণকে নিয়ে ২০১৬ সালের ৮ এপ্রিল একটি অভিযোগ দায়ের হয়। তার অন্তত একমাস আগে থেকেই কুলভূষণকে হেফাজতে নিয়ে নেওয়া হয়েছিল। ট্রায়াল নিয়ে কোনও কাগজ ভারতকে দেওয়া হয়নি। অথচ কুলভূষণের বৃত্তান্ত নিয়ে পাকিস্তানকে সমস্ত তথ্য দিয়েছে ভারত। কনস্যুলার অ্যাকসেস নিয়েও দ্বিপাক্ষিক চুক্তি পাকিস্তান ভঙ্গ করেছে বলে ভারত আন্তর্জাতিক আদালতে দাবি করেছে।

English summary
India exposed Pakistan's lies at ICJ on Kulbhushan Jadhav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X